সালমান শাহ: অকালপ্রয়াণে থেমে যাওয়া এক তারার ঝলক

প্রকাশিত: ১১:৫১ এএম, ১৯ সেপ্টেম্বর ২০২৫ আপডেট: ১১:৫১ এএম, ১৯ সেপ্টেম্বর ২০২৫

বাংলা সিনেমার রূপালী পর্দায় এমন এক নক্ষত্রের আবির্ভাব হয়েছিল, যিনি এলেন, ঝলমল করলেন আর হঠাৎই হারিয়ে গেলেন। কিন্তু তার আলোর রেখা আজও মুছে যায়নি দর্শকের চোখ থেকে। তিনি সালমান শাহ, যিনি ছিলেন নব্বই দশকের তরুণদের স্বপ্ন, মেয়েদের হৃদয়ের নায়ক আর চলচ্চিত্রপ্রেমীদের কাছে এক অদম্য আশার প্রতীক। জন্ম নিয়েছিলেন ১৯৭১ সালে, অথচ মাত্র ২৫ বছরের জীবনেই এমন এক ইতিহাস লিখে গেছেন, যা দীর্ঘ ক্যারিয়ারেও অনেক তারকা রেখে যেতে পারেননি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তার চলে যাওয়া যেন শুধু একজন অভিনেতার মৃত্যু নয়, ছিল লাখো দর্শকের আনন্দ-স্বপ্ন ভেঙে যাওয়ার দিন। সেই শূন্যতা আজও পূরণ হয়নি, হবেও না। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে