সাগর পাড়ে নায়লা নাঈমের নিয়ন ঝলক

প্রকাশিত: ১২:১৩ পিএম, ০৭ অক্টোবর ২০২৫ আপডেট: ১১:২৪ এএম, ২৯ অক্টোবর ২০২৫

বাংলাদেশের বিনোদন অঙ্গনের এক সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম সবসময়ই সাহসী ফ্যাশন ও নিজস্ব স্টাইল নিয়ে আলোচনায় ছিলেন। সময় বদলেছে, কিন্তু ফ্যাশন সেন্সে তার সেই আত্মবিশ্বাস ও এক্সপেরিমেন্ট করার সাহস এখনো ততটাই অনন্য। সম্প্রতি সমুদ্রের নীল জলে তার এক গ্রীষ্মকালীন ফটোশুটে আবারও সেই দৃষ্টিনন্দন রূপের ঝলক দেখা গেল-যেখানে ফ্যাশন, রঙ ও আত্মবিশ্বাস মিলেমিশে তৈরি করেছে এক নিখুঁত সামার লুক। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে