সাগর পাড়ে নায়লা নাঈমের নিয়ন ঝলক
বাংলাদেশের বিনোদন অঙ্গনের এক সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম সবসময়ই সাহসী ফ্যাশন ও নিজস্ব স্টাইল নিয়ে আলোচনায় ছিলেন। সময় বদলেছে, কিন্তু ফ্যাশন সেন্সে তার সেই আত্মবিশ্বাস ও এক্সপেরিমেন্ট করার সাহস এখনো ততটাই অনন্য। সম্প্রতি সমুদ্রের নীল জলে তার এক গ্রীষ্মকালীন ফটোশুটে আবারও সেই দৃষ্টিনন্দন রূপের ঝলক দেখা গেল-যেখানে ফ্যাশন, রঙ ও আত্মবিশ্বাস মিলেমিশে তৈরি করেছে এক নিখুঁত সামার লুক। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে
-
নায়লার পরনে ছিল উজ্জ্বল নিয়ন সবুজ স্কার্ট ও একই শেডের ব্রালেট টপ, যার ওপর পরা সাদা জাল-নকশার ক্রপ টপ। এই পোশাকচয়ন একদিকে যেমন ট্রেন্ডি, তেমনি গ্রীষ্মের গরমে আরামদায়কও।
-
সূর্যের আলোয় নিয়ন রঙের এই উজ্জ্বলতা যেন প্রকৃতির সঙ্গে প্রতিযোগিতা করে দীপ্তি ছড়াচ্ছে।
-
ফ্যাশন বিশ্লেষকদের মতে, নিয়ন টোন এখন গ্লোবাল ট্রেন্ডের অংশ।
-
সৈকত বা সমুদ্রতীরবর্তী ভ্যাকেশন লুকে এমন রঙ শুধু নজরকাড়া নয়, বরং মনের উচ্ছ্বাসেরও প্রকাশ। নায়লার এই সাজ ঠিক সেটাই প্রতিফলিত করে-প্রাণবন্ত, মুক্ত ও আত্মবিশ্বাসী নারীর প্রতীক।
-
নায়লার চুলে দেখা যায় ভেজা ভাব, যা পুরো লুকে এনেছে ন্যাচারাল টাচ। চোখে হালকা মেকআপ, ঠোঁটে নরম টোনের লিপ কালার, আর মাথার ওপরে কালো সানগ্লাস-সব মিলিয়ে যেন স্বাভাবিক সৌন্দর্যের এক নিখুঁত প্রতিচ্ছবি।
-
এই ফটোশুটে তার পোশাকের কাট, রঙের প্যাটার্ন ও মুড বোঝাচ্ছে যে ফ্যাশন মানে শুধু চমক নয়; এটা একধরনের অভিব্যক্তি, নিজের প্রতি ভালোবাসা এবং আত্মবিশ্বাসের ঘোষণা।
-
একসময় নায়লা নাঈম ছিলেন বাংলাদেশের বিনোদন জগতের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি। সাহসী ফটোশুট থেকে শুরু করে মিউজিক ভিডিও ও র্যাম্পে তার উপস্থিতি ছিল সবসময় ভিন্নধর্মী। সমালোচনা যেমন পেয়েছেন, তেমনি প্রশংসাও অর্জন করেছেন নিজের পরিচিতি ও দৃঢ় অবস্থানের কারণে।