ক্যামেরায় জীবন্ত আবেগের নির্মাতা বান্নাহ

প্রকাশিত: ১০:৫৮ এএম, ২৭ অক্টোবর ২০২৫ আপডেট: ১১:০৪ এএম, ২৯ অক্টোবর ২০২৫

বাংলাদেশি নাটক-নির্মাণে নতুন ধারার গল্প, তাজা ভাষা আর অনন্য ভিজ্যুয়াল স্টাইলের নাম মাবরুর রশীদ বান্নাহ। টেলিভিশন নাটক থেকে শুরু করে ওয়েব কনটেন্ট-সবখানেই তিনি হয়ে উঠেছেন দর্শকের আস্থার নাম। সমসাময়িক প্রজন্মের জীবন, প্রেম, বন্ধুত্ব কিংবা সামাজিক বাস্তবতা-যেভাবে তিনি ক্যামেরার ফ্রেমে বন্দি করেন, তা দর্শকের মনে আলাদা রকম ছাপ ফেলে। ছবি: ফেসবুক থেকে