ক্যামেরায় জীবন্ত আবেগের নির্মাতা বান্নাহ
বাংলাদেশি নাটক-নির্মাণে নতুন ধারার গল্প, তাজা ভাষা আর অনন্য ভিজ্যুয়াল স্টাইলের নাম মাবরুর রশীদ বান্নাহ। টেলিভিশন নাটক থেকে শুরু করে ওয়েব কনটেন্ট-সবখানেই তিনি হয়ে উঠেছেন দর্শকের আস্থার নাম। সমসাময়িক প্রজন্মের জীবন, প্রেম, বন্ধুত্ব কিংবা সামাজিক বাস্তবতা-যেভাবে তিনি ক্যামেরার ফ্রেমে বন্দি করেন, তা দর্শকের মনে আলাদা রকম ছাপ ফেলে। ছবি: ফেসবুক থেকে
-
১৯৮৮ সালের ২৩ অক্টোবর তার জন্ম। পড়াশোনা করেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে। ছোটবেলা থেকেই লেখালেখি, গল্প বলা এবং ভিজ্যুয়াল মিডিয়ার প্রতি তার গভীর আগ্রহ ছিল। সেখান থেকেই নাট্যনির্মাণে তার যাত্রা শুরু।
-
২০০৯ সালের দিকে বান্নাহ নাটক নির্মাণে নাম লেখান। খুব দ্রুতই তিনি নিজের আলাদা ধাঁচ তৈরি করেন। তার নির্মিত নাটকগুলোতে শহুরে জীবনের প্রেম-বেদনা, সম্পর্কের জটিলতা আর প্রজন্মের দ্বন্দ্বগুলো বাস্তবতার কাছাকাছি করে উপস্থাপিত হয়।
-
‘লাল নীল কাহিনী’, ‘ফার্স্ট লুক’, ‘সেকেন্ড চান্স’, ‘মায়ার খাঁচা’, ‘বড় ছেলে’, ‘তুমিই সেই তুমি’ এমন বহু নাটকই আলোচিত হয়েছে। এর মধ্যে ‘বড় ছেলে’ নাটকটি শুধু ভিউয়ের দিক থেকে নয়, দর্শকের হৃদয়ের দিক থেকেও এক নতুন ইতিহাস সৃষ্টি করে।
-
বান্নাহর নাটকে চরিত্রগুলো একেবারে সাধারণ, কিন্তু দর্শকের ভেতর দাগ কাটে গভীরভাবে। কারণ, তিনি সম্পর্কের সূক্ষ্ম আবেগগুলো নিখুঁতভাবে ধরতে জানেন। সংলাপ, দৃশ্যায়ন আর ব্যাকগ্রাউন্ড মিউজিক-সব মিলিয়ে তার কাজ আলাদা মাত্রা পায়।
-
টেলিভিশনের পাশাপাশি ওয়েব প্ল্যাটফর্মেও বান্নাহ সমান জনপ্রিয়। ইউটিউব ও অনলাইন চ্যানেলে তার নাটক প্রকাশের পর দ্রুত ভাইরাল হয়। নতুন প্রজন্মের দর্শক তার কাজের সঙ্গে সহজেই সংযোগ তৈরি করতে পারে, এটাই তার সাফল্যের মূল রহস্য।
-
বাংলাদেশি নাট্যজগতে বান্নাহর অবদান উল্লেখযোগ্য। তিনি তরুণ নির্মাতাদের অনুপ্রেরণা, কারণ খুব অল্প সময়ে তিনি দেখিয়েছেন কীভাবে নতুন ভাবনা আর সাহসী প্রয়োগ দিয়ে দর্শকের মন জয় করা যায়।