মুকুটের স্বপ্নে এগোচ্ছেন মিথিলা
গত সেপ্টেম্বরে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’ এর মুকুট জিতে নতুন এক সাফল্যের গল্প লিখেছিলেন তানজিয়া জামান মিথিলা। এই অর্জনকে আরও বড় ও আন্তর্জাতিক মাপকাঠিতে পৌঁছে দিতে এবার তিনি অংশ নিয়েছেন থাইল্যান্ডে আয়োজিত ‘মিস ইউনিভার্স’ এর ৭৪তম আসরে। বাংলাদেশের পতাকা হাতে নিয়ে ১২১ দেশের প্রতিযোগীদের সঙ্গে মঞ্চ ভাগ করে নেওয়ার এই মুহূর্ত শুধু ব্যক্তিগত সাফল্য নয়; এটি বাংলাদেশের সৌন্দর্য প্রতিযোগিতার ইতিহাসে এক নতুন অধ্যায়। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
মিথিলাকে অনেকেই শুধুই মডেল ও অভিনেত্রী হিসেবে চেনেন। কিন্তু ক্যামেরার বাইরেও তিনি হয়ে উঠেছেন পরিবর্তনের কণ্ঠস্বর। বাল্যবিবাহবিরোধী প্রচারণা, সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজ এসব ক্ষেত্রেই তার অবদান তাকে অন্যদের থেকে আলাদা করেছে।
-
২০২০ সালেই তিনি ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ খেতাব জিতেছিলেন। কিন্তু বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর বিধিনিষেধ তাকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ দেয়নি।
-
২০২৫ সালে আবারো মুকুট জিতে সেই অসম্পূর্ণ পথকে পূর্ণতা দিলেন মিথিলা। এবার থামেননি তিনি, পা রেখেছেন বৈশ্বিক মঞ্চে।
-
মিথিলার যাত্রা শুধু র্যাম্প বা ক্যামেরার ফ্রেমে সীমাবদ্ধ নয়। বলিউডের ‘রোহিঙ্গা’ সিনেমার মাধ্যমে তিনি আন্তর্জাতিক অভিনয় অঙ্গনেও নিজের পরিচয় তুলে ধরেছেন। তার জনপ্রিয়তা আর পৌঁছনোর মাধ্যম ইনস্টাগ্রামেও স্পষ্ট; সেখানে তার অনুসরণকারী ১৮ লাখেরও বেশি।
-
‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতা শুরু হওয়ার পর থেকেই বিচারক ও দর্শকের চোখে উঠেছেন বাংলাদেশি এই তারকা। সৌন্দর্য, ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস সবকিছু দিয়েই তিনি তৈরি করেছেন নিজস্ব জায়গা।
-
এবারের আসরে শুরু হয়েছে বিভিন্ন খাতে কার্যক্রম ও মূল্যায়ন। এরই মধ্যে ‘পিপলস চয়েস’ ভোটিংয়ে হঠাৎ করেই এক নম্বরে উঠে এসেছেন মিথিলা। এর আগে তিনি ছিলেন তিন নম্বরে। এখন তিনি শীর্ষে, এ যেন বাংলাদেশের জন্য বড় একটি মুহূর্ত।
-
‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ এর অফিসিয়াল পেজ জানিয়েছে, আমরা পেরেছি বাংলাদেশ। এখন বাংলাদেশ এক নম্বরে। ১৯ নভেম্বর পর্যন্ত ভোট দিন। অপ্রতিরোধ্য বাংলাদেশ।
-
প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, ‘পিপলস চয়েস’ ক্যাটাগরির শীর্ষস্থান অর্জন করলে মিথিলা সরাসরি ‘মিস ইউনিভার্স’ শিরোপার দ্বারপ্রান্তে পৌঁছে যাবেন। তবে এখনই নিশ্চিন্ত হওয়ার সময় নয়; প্রতিনিয়তই অন্যান্য দেশের প্রতিযোগীদের ভোট উঠানামা করছে। তাই এই লড়াই থাকবে শেষ মুহূর্ত পর্যন্ত।
-
মিথিলার ভক্তরা ইতিমধ্যে তাকে শীর্ষে রাখতে নিরলস প্রচেষ্টা চালাচ্ছেন যেমন ভোট সংগ্রহ, প্রচারণা ও সাপোর্ট।
-
বাংলাদেশ থেকে এখন পর্যন্ত আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করেছেন শিরীন শিলা (২০১৯) ও আনিকা আলম (২০২৪)। তবে মিথিলার এই অবস্থান, জনপ্রিয়তা এবং ভোটে এগিয়ে থাকা সব মিলিয়ে এবার বাংলাদেশের সামনে এসেছে এক ঐতিহাসিক সম্ভাবনা।
-
থাইল্যান্ডে পৌঁছানোর পর থেকেই বিভিন্ন রাউন্ডে সেরা পারফরম্যান্স দেখিয়ে যাচ্ছেন মিথিলা। তার প্রতিটি উপস্থিতি কখনো সাক্ষাৎকার, কখনো ক্যাম্পেইন, কখনো র্যাম্প সব ক্ষেত্রে তিনি দেখিয়েছেন আত্মবিশ্বাস ও প্রস্তুতির গভীরতা।
-
এই প্রতিযোগিতা শুধুই সৌন্দর্যের নয়; এটি প্রতিযোগীদের ব্যক্তিত্ব, সামাজিক দায়বদ্ধতা, চিন্তাধারা, বিশ্বদৃষ্টিভঙ্গি সবকিছুর মিলিত পরীক্ষা। মিথিলার অতীত কাজ, সমাজসেবায় তার ভূমিকা, অভিনয় ক্যারিয়ার এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তার গ্রহণযোগ্যতা এবার তার শক্তি হয়ে দাঁড়িয়েছে। ১৯ নভেম্বর পর্যন্ত যদি তিনি ‘পিপলস চয়েস’-এ শীর্ষস্থান ধরে রাখতে পারেন, তবে সম্ভাবনা রয়েছে ইতিহাস এবারই গড়া হবে।