চোখে নীল মায়া, পোশাকে আত্মবিশ্বাস কে এই সুন্দরী?
এক দৃষ্টিতে তাকালে মনে হবে, আলো যেন তার সঙ্গে হাত মিলিয়ে চলে। কখনো রুপালি সিকুইনের ঝলকে, কখনো কালো কোরসেটের গম্ভীর সৌন্দর্যে-তিনি প্রতিবারই নতুন এক গল্প বলেন পোশাকের ভাষায়। তার চোখে নীলের গভীরতা, মুখে শান্ত আত্মবিশ্বাস আর ভঙ্গিমায় এক অদ্ভুত মায়া। তিনি মেঘলা মুক্তা, বাংলাদেশি মডেল ও অভিনেত্রী। যিনি দক্ষিণ ভারতের পর্দা থেকে শুরু করে ঢাকাই গ্ল্যামার জগৎ পর্যন্ত নিজের ছাপ রেখেছেন নিপুণভাবে। ফ্যাশন ও অভিনয়ের মেলবন্ধনে গড়ে তুলেছেন এমন এক ব্যক্তিত্ব, যেখানে সৌন্দর্য শুধু চেহারায় নয়, বরং আত্মবিশ্বাসে দীপ্ত। চলুন, দেখা যাক এই মায়াময় সুন্দরীর কিছু অদেখা রূপ ও গ্ল্যামারের রঙিন অধ্যায়। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে
-
ক্যারিয়ারের শুরুতেই তিনি অভিনয় করেছিলেন তেলেগু ভাষার চলচ্চিত্র ‘সাকালা কালা ভাল্লাভুডু’ তে, যা তাকে এনে দিয়েছিল প্রশংসা। এরপর একে একে যুক্ত হয়েছেন বাংলাদেশের সিনেমা, টেলিভিশন নাটক ও বিজ্ঞাপনের জগতে সব জায়গাতেই রেখেছেন নিজের স্বতন্ত্র ছাপ।
-
অভিনয় তার পেশা, কিন্তু ফ্যাশন তার ব্যক্তিত্বের সম্প্রসারণ। ইনস্টাগ্রামের পর্দা খুললেই দেখা যায় প্রতিটি ছবিতে তিনি যেন নিজের নতুন এক রূপে হাজির হচ্ছেন। ক্লাসিক এলিগেন্স থেকে শুরু করে সাহসী ও আধুনিক লুক, সব জায়গাতেই তিনি সমান স্বচ্ছন্দ।
-
স্বচ্ছ ফেব্রিকের কালো কোরসেট গাউনে মেঘলার উপস্থিতি যেন মোহিত করে তোলে দৃষ্টিকে। ফ্লোর লেংথ এই পোশাকে সাইড স্লিট ডিজাইনটি তার লুককে দিয়েছে বাড়তি সাহসী মাত্রা। আলো-ছায়ার খেলায় উজ্জ্বল হয়ে উঠেছে তার আত্মবিশ্বাস।
-
স্বচ্ছ ফেব্রিকের কালো কোরসেট গাউনে মেঘলার উপস্থিতি যেন মোহিত করে তোলে দৃষ্টিকে। ফ্লোর লেংথ এই পোশাকে সাইড স্লিট ডিজাইনটি তার লুককে দিয়েছে বাড়তি সাহসী মাত্রা। আলো-ছায়ার খেলায় উজ্জ্বল হয়ে উঠেছে তার আত্মবিশ্বাস।
-
ঝলমলে সিকুইন কাজের বডিকন ফিট ড্রেসে তিনি যেন আধুনিকতার প্রতীক। সূক্ষ্ম আই মেকআপ আর স্টাইলিশ হেয়ার-ডু মিলিয়ে তৈরি হয়েছে নিখুঁত এক রেড-কার্পেট লুক।
-
স্ট্র্যাপলেস কালো ক্রপ টপের সঙ্গে শিয়ার ফেব্রিকের নীল-কালো রাফেল স্কার্ট, মেঘলার এই পোশাকে একদিকে আভিজাত্য, অন্যদিকে খেলা করছে ফ্যাশন–ফরোয়ার্ড ভাব। নীল আই মেকআপ তার চোখের অভিব্যক্তিকে করেছে আরও গভীর ও আকর্ষণীয়।
-
মেঘলার ক্যাজুয়াল লুকে দেখা মেলে ডিসকো যুগের রেশ। ঝলমলে নীল ও রুপালি সিকুইন স্যুটে তিনি যেন চলমান আলো। ম্যাচিং জুয়েলারি ও সাহসী স্টেটমেন্ট নেকপিস তার লুককে করেছে আরও দৃষ্টিনন্দন। আর সবশেষে নজর কেড়ে নেয় সেই নীলচে চোখের মায়া।
-
রূপ, স্টাইল আর আত্মবিশ্বাস এই তিন মিশ্রণেই যেন তৈরি মেঘলা মুক্তা। প্রতিটি ফ্রেমে তিনি প্রমাণ করেন, গ্ল্যামার কেবল সাজ নয়, বরং এটি একধরনের শিল্প-যা নিজের ভেতরের আত্মবিশ্বাস থেকেই জন্ম নেয়।