বারগান্ডি লুকে মায়াবী মিম
সৌন্দর্য, অভিনয়ের দক্ষতা আর ব্যতিক্রমী ফ্যাশন সেন্স এই তিন গুণে বিদ্যা সিনহা মিম বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দু। সোশ্যাল মিডিয়ায় তিনি যখনই নতুন লুক শেয়ার করেন, মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। সম্প্রতি তিনি হাজির হয়েছেন এক মনকাড়া ওয়েস্টার্ন আউটফিটে, যা ফ্যাশনপ্রেমীদের চোখে যেন নতুন এক দৃশ্যরস জাগিয়েছে। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে
-
বারগান্ডি রঙের স্লিভলেস মিডি ড্রেসে মিমের উপস্থাপনাই আলাদা মাত্রার। সিল্কি ফ্যাব্রিকের মসৃণ টেক্সচার আর ড্রেপড ভি-নেক কাট পুরো লুকে এনে দিয়েছে অপার এলিগ্যান্স। ক্ল্যাসিক আর কনটেম্পোরারি ভাবনার মিশেলে এই পোশাক যেন একসঙ্গে দুটি সময়কে তুলে ধরেছে তার গায়ে।
-
ড্রেসটির র্যাপ-কাট ডিজাইনকে আরও নজরকাড়া করে তুলেছে কোমরে বাঁধা বেল্টটি। কালো লেদারের ওপর সোনালি টাইগার মোটিফ সব্যসাচী মুখার্জির এই সিগনেচার বেল্ট লুকটিকে এক লাফে গ্ল্যামারাস করে তুলেছে। পোশাকের সঙ্গে মিল রেখে যেসব অনুষঙ্গ বেছে নিয়েছেন, তাও সমানভাবে আলোচনার যোগ্য।
-
বারগান্ডি টোনের সঙ্গেই মানানসই একটি স্টাইলিশ হ্যান্ডব্যাগ নিয়েছেন তিনি। আর পুরো লুকে শার্পনেস যোগ করেছে তার গুচির ম্যাচিং সানগ্লাস একেই বলে নিখুঁত কো-অর্ডিনেশন।
-
মেকআপে ছিল মিমের স্বাভাবিক সৌন্দর্য উজ্জ্বল করে তোলার প্রচেষ্টা। নরম গোলাপি লিপস্টিক, হালকা ব্লাশ আর স্মুথ বেস সব মিলিয়ে তার স্কিনের ন্যাচারাল গ্লো আরও ফুটে উঠেছে। চুলে ঢেউখেলানো নরম কার্ল, সঙ্গে হালকা ব্রাউন হাইলাইট ও সাইড পার্টিং -যা আবারও প্রমাণ করে, মিম জানেন ঠিক কীভাবে নিজের লুককে ভারসাম্যপূর্ণ রাখতে হয়।
-
অ্যাক্সেসরিজেও ছিল সিম্পল অথচ স্টেটমেন্ট টাচ। কানে হার্ট শেপ সোনালি ইয়াররিং, হাতে মিনিমাল ঘড়ি, আংটি আর ব্রেসলেট সব মিলিয়ে তার পুরো লুকটিই হয়ে উঠেছে মডার্ন শিকের নিখুঁত উদাহরণ।