মূকাভিনয় থেকে পর্দার নায়ক, খায়রুল বাসারের অভিনয় নন্দন
মূকাভিনয়ের নিঃশব্দ মঞ্চ থেকে শুরু হয়েছিল খায়রুল বাসারের যাত্রা। সেখানে শব্দ ছিল না, সংলাপও নয়; শুধু দেহভঙ্গি, নীরব অনুভব আর নিখুঁত অভিব্যক্তি। সেই নীরবতার গভীরতাই একদিন তাকে নিয়ে এসেছে ক্যামেরার সামনে, নাটক-ওয়েব কনটেন্টের আলোয়। আজ বাংলা অভিনয়জগতের যে কয়েকজন শিল্পী বাস্তব অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন, খায়রুল বাসার তাদের অন্যতম। কৃত্রিমতা নয়, চরিত্রকে জীবন্ত করে তোলা-এই সহজাত ক্ষমতার কারণেই তিনি হয়ে উঠেছেন সময়ের অন্যতম সম্ভাবনাময় মুখ। তার অভিনয় তাই শুধু দেখা নয়, অনুভব করার মতো এক অভিজ্ঞতা-নন্দনীয়, স্বতঃস্ফূর্ত, এবং গভীর। ছবি: ফেসবুক থেকে
-
আজ এই জনপ্রিয় তরুণ অভিনেতার জন্মদিন। বাংলা নাটক, ওয়েব সিরিজ ও চলচ্চিত্রে ধারাবাহিকভাবে নিজের অভিনয় দক্ষতা তুলে ধরে যিনি বর্তমানে শিল্পীসমাজ ও দর্শকের কাছে অন্যতম নির্ভরযোগ্য মুখ হয়ে উঠেছেন।
-
নাটক কিংবা ওয়েব সিরিজ সব জায়গায় খায়রুল বাসার চরিত্রকে নিজের মতো করে তুলে ধরার চেষ্টা করেছেন। সেই প্রচেষ্টার কারণেই তিনি একেক গল্পে হয়ে উঠেছেন একেক ধরনের মানুষ। কখনো শহরের ক্লান্ত যুবক, কোথাও সম্পর্কের দ্বন্দ্বে জর্জরিত চরিত্র, আবার কোনো কাজে অত্যন্ত সাধারণ একজন মানুষ।
-
তার অভিনয়ে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো বাস্তবতা। সংলাপপ্রবণ অভিনয় নয়; চোখ, নীরবতা আর ছোট ছোট শরীরী ভাষায় তিনি দর্শকের সঙ্গে তৈরি করেন এক ধরনের সংযোগ। এজন্যই তার অভিনয় ‘অ্যাকটিং’ মনে হয় না, বরং বাস্তবতার প্রতিচ্ছবি মনে হয়।
-
ওয়েব প্ল্যাটফর্মে কাজ করেই তিনি ব্যাপক পরিচিতি পেয়েছেন। নাটক, শর্টফিল্ম বা চলচ্চিত্র; সব মাধ্যমেই তিনি নিজের দক্ষতা ধরে রেখেছেন সমানভাবে। নতুন প্রজন্মের অভিনেতাদের ভিড়ে খায়রুল বাসার নিজেকে আলাদা করেছেন চরিত্রের গভীরে যাওয়ার প্রবণতা দিয়ে।
-
সম্প্রতি বিভিন্ন নির্মাণে তার কাজ প্রশংসিত হওয়ায় তিনি নির্মাতা ও দর্শকদের কাছে আরও বিশ্বস্ত হয়ে উঠেছেন। সমসাময়িক অভিনয়শিল্পীরা যখন প্রতিযোগিতায় ব্যস্ত, তিনি নিজের পথেই এগিয়ে যাচ্ছেন শান্তভাবে, ধারাবাহিকভাবে।
-
পর্দার বাইরে খায়রুল বাসার অনেকটাই সহজ-সরল মানুষ। জন্মদিনে তিনি সাধারণত শুটিং রাখেন না। পরিবারের সঙ্গে সময় কাটানো, বিশেষ করে মায়ের পাশে থাকা-এটাই তার কাছে দিনের সবচেয়ে বড় আনন্দ। শিল্পীর এই মানবিক দিকই তাকে আরও আপন করে তোলে ভক্তদের কাছে।
-
বাংলা নাটক ও ওয়েব কনটেন্টে সাম্প্রতিক সময়ে যারা নিয়মিত কাজ করছেন, তাদের মধ্যে খায়রুল বাসার অন্যতম সম্ভাবনাময় অভিনেতা।