রুপালি পর্দার রোমান্টিক নায়ক বাপ্পীর জন্মদিন আজ
ঢালিউডে নতুন প্রজন্মের নায়কদের মধ্যে নিজস্ব স্টাইল, সহজাত অভিনয় আর ভরপুর রোমান্টিক আবেদন দিয়ে অল্প সময়েই দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন বাপ্পী চৌধুরী। আজ তার জন্মদিন। বিশেষ এই দিনে ফিরে দেখা যাক তার চলচ্চিত্রযাত্রার সেই আলো–ছায়ার গল্প, যা তাকে আজকের জনপ্রিয় তারকা হিসেবে গড়ে তুলেছে। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে
-
ঢাকার একজন সাধারণ তরুণ থেকে বড় পর্দার নায়ক হয়ে ওঠা সহজ কাজ নয়। কিন্তু বাপ্পী চৌধুরী সেই কঠিন পথটিই বেছে নিয়েছিলেন। ছোটবেলা থেকেই রূপালি পর্দার প্রতি ঝোঁক ছিল তার, আর সেই আগ্রহই তাকে ধীরে ধীরে এগিয়ে দেয় চলচ্চিত্র জগতে প্রবেশের দিকে।
-
অভিনয় শেখা, নিজেকে গড়ে তোলা, ক্যামেরার সামনে আত্মবিশ্বাস সঞ্চয় সবই ছিল তার নিঃশব্দ পরিশ্রমের অংশ। বাপ্পীর অদম্য ইচ্ছাশক্তি এবং স্বপ্নের প্রতি একাগ্রতা তাকে প্রথম সুযোগ এনে দেয় ঢালিউডে।
-
২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভালোবাসার রঙ’ চলচ্চিত্রের মাধ্যমে বাপ্পীর নায়ক হিসেবে যাত্রা শুরু। প্রথম ছবিতেই তিনি দর্শকের নজর কাড়লেন তার স্বতঃস্ফূর্ত অভিনয়, নিবেদন এবং তরুণসুলভ প্রাণশক্তি দিয়ে। অল্প সময়েই তিনি হয়ে উঠলেন ‘রোমান্টিক হিরো’, যে চরিত্রগুলোতে তার উপস্থিতি স্বাভাবিকভাবেই দর্শকদের ভালো লাগে।
-
বাপ্পী চৌধুরীর সবচেয়ে বড় শক্তি হলো তার পর্দায় উপস্থিতি। ক্যামেরার সামনে তিনি যেভাবে চরিত্রে মিশে যান, সেটা দর্শককে গল্পের ভেতরে টেনে নেয়। তার প্রতিটি ছবিতে রোমান্সের এক আলাদা আবেদন থাকে যা তাকে অন্যরকম পরিচিতি দিয়েছে।
-
এর পাশাপাশি তার স্টাইল, সংলাপ বলার ভঙ্গি, ড্যান্স পারফর্মেন্স সবই তাকে তরুণ দর্শকদের মধ্যে জনপ্রিয় করে তুলেছে।
-
ক্যারিয়ারের শুরুতে রোমান্টিক চরিত্রে বেশি কাজ করলেও ধীরে ধীরে বাপ্পী বিভিন্ন ঘরানায় নিজেকে প্রমাণ করতে শুরু করেন। অ্যাকশন, থ্রিলার, ফ্যামিলি ড্রামা সব ধরনের গল্পেই তিনি কাজ করেছেন এবং করেছেন আগ্রহ নিয়ে।
-
কিছু ছবিতে ব্যর্থতা এসেছে, সমালোচনাও শুনতে হয়েছে। কিন্তু এসবকে কখনোই বাধা মনে করেননি বাপ্পী। বরং সমালোচনাকে প্রেরণায় পরিণত করে আরও ভালো কাজ করার চেষ্টা করেছেন সবসময়।
-
অভিনয়ের পাশাপাশি বাপ্পী চৌধুরী ফ্যাশন সেন্সের জন্যও পরিচিত। সোশ্যাল মিডিয়ায় তার উপস্থিতি, স্টাইলিশ লুক, আধুনিক গেটআপ সব মিলিয়ে তিনি তরুণদের কাছে ট্রেন্ডসেটার। যেখানেই যান, লাইট-ক্যামেরার বাইরে থেকেও তার ব্যক্তিত্ব আকর্ষণ করে সবার দৃষ্টি।