শোভিতার বিয়ের যত সাজ
প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ১০ ডিসেম্বর ২০২৪
আপডেট: ০৩:৪৪ পিএম, ১০ ডিসেম্বর ২০২৪
ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে এরই মধ্যে গাঁটছড়া বেঁধেছেন দক্ষিণি সুপারস্টার নাগা চৈতন্য ও বলিউড তারকা শোভিতা ধুলিপালা। হায়দরাবাদের অন্নপূর্ণা স্টুডিওতে বসেছিল তাদের বিয়ের আসর। ছবি: ইনস্টাগ্রাম
-
হলুদ থেকে বিয়ে সব অনুষ্ঠানেই নায়িকাকে বেশ লাস্যময়ী লেগেছে। চলুন দেখে নেই অভিনেত্রীর বিয়ের বেশকিছু ছবি।
-
হলুদের অনুষ্ঠানে ‘টারমেরিক ইয়ালো’ রঙের শাড়ির সঙ্গে স্ট্রেপলেস ব্লাউজে নজর কেড়েছেন নায়িকা।
-
প্রাক–বিয়ের অনুষ্ঠানে সোনালি কাজের ঐতিহ্যবাহী লাল শাড়ি, ফুল স্লিভ ব্লাউজ আর চুড়িতে দারুণ মানিয়েছে তাকে।
-
বিয়ে শোভিতা বেছে নিয়েছেন সোনালি সুতায় বোনা কাঞ্জিভরম শাড়ির সঙ্গে তেলেগু ঐতিহ্যবাহী সোনার গয়না। নাগা চৈতন্য পরেছিলেন সাদা ধুতি–পাঞ্জাবি।
-
নবদম্পতির সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন নাগা চৈতন্যের বাবা নাগার্জুন।