জন্মদিনে বেপরোয়া ফাতিমা
‘ইশক’ অভিনেত্রী ফাতিমা সানা শেখের জন্মদিন আজ। ১৯৯২ সালের এই দিনে মুম্বাইয়ে জন্ম তার। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
-
শ্রীনগরের মুসলিম পরিবারের সন্তান ফাতিমার মা রাজ তাবস্সুম। অভিনেত্রীর বাবা বিপিন শর্মা জম্মুর হিন্দু পরিবারের ছেলে। অন্যদিকে নিজেকে নাস্তিক বলে দাবি করেন ফাতিমা।
-
শিশুশিল্পী থেকে নায়িকা হয়েছেন ফাতিমা।
-
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের হট লুকের ছবি শেয়ার করে ভক্ত-অনুরাগীদের ঘুম কাড়তে বেশ দক্ষ এই অভিনেত্রী।
-
তার বোল্ড ছবি মাঝেমধ্যেই হয় খবরের শিরোনাম।
-
জন্মদিনে অভিনেত্রী তার সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন বেশকিছু ছবি। যেখানে বাথটবে বেপরোয়া মেজাজে দেখা যাচ্ছে তাকে।
-
নায়িকা হিসেবে বলিউডে কেরিয়ার শুরুর আগে ফটোগ্রাফিতে হাত পাকিয়েছিলেন ফাতিমা। তবে আমির খানের ‘দঙ্গল’ সিনেমায় গীতা ফোগাটের চরিত্র মোড় ঘুরিয়ে দেয় ৩২ বছর বয়সী এই নায়িকার।
-
‘দঙ্গল’-র পর আমিরের সঙ্গে ‘ঠাগস অফ হিন্দুস্তান’ ছবিতে অভিনয় করেন ফাতিমা।
-
আমির ও কিরণ রাওয়ের বিচ্ছেদের ঘোষণার পরই ফাতিমার নাম খবরের শিরোনামে আসে।
-
গুঞ্জন রয়েছে ফাতিমার জন্যই আমিরের ঘর ভেঙেছে।