শুভ জন্মদিন অঞ্জন দত্ত
ভারতের প্রখ্যাত সংগীতজ্ঞ ও চলচ্চিত্রকার অঞ্জন দত্তের জন্মদিন আজ। ১৯৫৩ সালের এই দিনে জন্মদিন তার। ছবি: অঞ্জন দত্তের ফেসবুক থেকে
-
জীবনমুখী গান নামে বাংলা গানের যে ধারা প্রচলিত, অঞ্জন দত্ত সেই ধারার গান লেখেন, সুর করেন এবং গেয়ে থাকেন।
-
জনপ্রিয় এই শিল্পীর ছেলেবেলা কেটেছে দার্জিলিং-এ। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে মাস্টার্স করেছেন।
-
তার গানের সহজবোধ্যতা সবাইকে আকৃষ্ট করে। তার ছেলেবেলার কথা তার গানে ভীষণভাবে ফুটে উঠেছে।
-
তিনি চলচ্চিত্রে অভিনয় করেন এবং চলচ্চিত্র পরিচালনাও করেন। তার পরিচালিত একটি ছবির নাম হল ‘দ্যা বঙ কানেকশন’।
-
সমসাময়িক অঞ্জন দত্তের আর একটি ছবি হল ‘রঞ্জনা আমি আর আসব না’। এই শিল্পীর ১৭ টিরও উপরে অ্যালবাম প্রকাশ হয়েছে।
-
১৯৯৪ সালে তার কণ্ঠে গাওয়া ‘শুনতে কি চাও’ অ্যালবাম প্রকাশ হয়। সর্বশেষ অ্যালবামগুলোর মধ্যে দ্যা বঙ কানেকশন, আমি আর গদদ, আবার পথে দেখা, উনষাট-২০১৪ অন্যতম।
-
১৯৯৮ সালে ‘বড়দিন’ ছবিটি মুক্তির মধ্য দিয়ে পরিচালনায় অভিষেক হয় তার। তারপর একে একে ১৭টি ছবি তার পরিচালনায় মুক্তি পায়। তার পরিচালিত সর্বশেষ ছবি হচ্ছে ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘ব্যোমকেশ ও অগ্নিবাণ’।
-
তার সব চেয়ে জনপ্রিয় গান ‘২৪৪১১৩৯’।