অভিনয়ের বাইরেও যা পারতেন সুশান্ত
বেঁচে থাকলে ৩৮ বছর পূর্ণ হত বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। ১৯৮৬ সালের এই দিনে জন্ম তার। ২০২০ সালের ১৪ জুন বান্দ্রার অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয়েছিল তার মরদেহ। সুশান্ত কি আদৌ আত্মহত্যা করেছিলেন, জবাব মেলেনি চার বছরেও। ভক্ত অনুরাগী থেকে পরিবার, আজও রয়েছেন সুবিচারের অপেক্ষায়। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে
-
অভিনেতার জন্মদিনে জেনে যাওয়া যাক কিছু অজানা তথ্য।
-
পদার্থবিদ্যায় ন্যাশনাল অলিম্পিয়াড বিজয়ী ছিলেন সুশান্ত। ২০০৩ সালের ইন্ডিয়ান কম্পিটিটিভ পরীক্ষায় সপ্তম স্থান অধিকার করেন তিনি। দিল্লি টেকনিক্যাল ইউনিভার্সিটিতে পড়াকালীন অভিনয়ের জন্য মাঝপথেই পড়াশোনা ছাড়েন।
-
শুধু পড়াশোনায় মেধার সাক্ষর রাখেননি, গিটার বাজানো থেকে দুহাতে লেখায় দক্ষ ছিলেন সুশান্ত সিং রাজপুত।
-
অ্যালান আমিনের কাছে শিখেছেন মার্শাল আর্ট।
-
মহাকাশের প্রতি অমোঘ আকর্ষণ ছিল রাজপুতের। এমনকি চাঁদে জমিও কেনেন তিনি। নাসা থেকে মহাকাশচারী হওয়ার প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা ছিল তার। ঘণ্টার পর ঘণ্টা চোখ রাখতেন আকাশে।
-
এম এস ধোনি, ছিচ্ছোড়ে, কেদারনাথের মতো সিনেমায় তার অভিনয় ছিল প্রশংসিত।
-
ফোর্বস ইন্ডিয়ার সেরা সেলিব্রিটির তালিকায় দুই বার স্থান পেয়েছিলেন তিনি।
-
এখনো ভক্ত-অনুরাগীদের হৃদয়ে রাজ করেন প্রয়াত এই অভিনেতা।