শুভ জন্মদিন জয়া বচ্চন
বলিউড অভিনেত্রী জয়া বচ্চনের জন্মদিন আজ। ১৯৪৮ সালের এই দিনে মধ্যপ্রদেশ রাজ্যের জবলপুরে জন্ম তার। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে
-
তার বাবা ছিলেন ভারতের খ্যাতনামা সাংবাদিক, লেখক তরুণ কুমার ভাদুড়ি। মায়ের নাম মা ইন্দিরা ভাদুড়ি।
-
১৯৬৩ সালে কিশোরী বয়সে সত্যজিৎ রায়ের বাংলা ছবি ‘মহানগর’ দিয়ে শুরু হয় তার অভিনয় জীবন।
-
১৯৭১ সালে ঋষিকেশ মুখোপাধ্যায়ের ছবি ‘গুড্ডি’-তে অভিনয়ের সুবাদে বলিউডে লাইমলাইটে আসেন জয়া। তার উল্লেখযোগ্য সিনেমা হল ‘অভিমান’, ‘উপহার’, ‘কোশিশ’, ‘কোরা কাগজ’, ‘জঞ্জির’, ‘চুপকে চুপকে’, ‘মিলি’, ‘শোলে’, ‘কাভি খুশি কাভি গম’, ‘কাল হো না হো’, ‘সিলসিলা’, ‘গুড্ডি’, ‘অনামিকা’, ‘পিয়া ক্যা ঘর’, ‘গঙ্গা দেবী’, ‘সমাধি’ প্রমুখ।
-
নয়টি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন জয়া, এর মধ্যে তিনটি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে, তিনটি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে।
-
১৯৯২ সালে ভারত সরকার তাকে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রীতে ভূষিত করেন। ২০০৭ সালে তিনি ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরস্কার পান।
-
ক্যারিয়ারের মধ্যগগণে থাকাকালীন ১৯৭৩ সালের ৩ জুন ভালোবেসে বিয়ে করেছিলেন অমিতাভ বচ্চনকে। অভিনয়, রাজনীতি, সংসার সব এক হাতে সামলেছেন তিনি।
-
অমিতাভ বচ্চন যখন কেরিয়ার শুরু করেন, জয়া বচ্চন তত দিনে প্রতিষ্ঠিত অভিনেত্রী। ১৯৭১ সালে যখন ‘গুড্ডি’ মুক্তি পায়, তখন থেকেই অমিতাভে সঙ্গে জয়ার প্রেমের সূত্রপাত। শোনা যায়, ওই ছবির সেট থেকেই জয়ার প্রতি টান অনুভব করতে শুরু করেন বিগ বি।
-
‘সিলসিলা’, ‘অভিমান’, ‘মিলি’, ‘শোলে’-সহ একাধিক ছবিতে একসঙ্গে অভিনয় করেন অমিতাভ-জয়া।
-
বিয়ের এক বছর পর ১৯৭৪ সালের ১৭ মার্চ মেয়ের মা হন জয়া। নাম রাখেন শ্বেতা। আরও দুই বছর পর ১৯৭৬ সালে জন্ম হয় অভিষেকের।
-
অভিনয়, সংসারের পাশাপাশি রাজনীতিতেও সরব জয়া বচ্চন।