জন্মদিনে ফিরে দেখুন কারিশমার রুপালি পর্দা থেকে বাস্তব জীবনের সংগ্রাম

প্রকাশিত: ১১:৪৩ এএম, ২৫ জুন ২০২৫ আপডেট: ১২:০৫ পিএম, ২৫ জুন ২০২৫

রুপালি পর্দার ঝলমলে আলোয় যার সৌন্দর্য ও অভিনয় একসময় বলিউড কাঁপিয়েছে, সেই কারিশমা কাপুর আজ জীবনের অর্ধশতকের মাইলফলকে দাঁড়িয়ে। নব্বইয়ের দশকে হিটের পর হিট সিনেমা উপহার দিয়ে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি। তবে তার জীবন ছিল না শুধুই পর্দার রঙিন গল্প। ব্যক্তিগত জীবনের টানাপোড়েন, সংসারের ভাঙন, সন্তানদের একা বড় করে তোলা-সব কিছু মিলিয়ে কারিশমার জীবন যেন রূপকথা আর বাস্তবতার এক মিশ্র উপাখ্যান। জন্মদিনে ফিরে দেখা যাক বলিউডের এই রাজকন্যার রুপালি যাত্রা আর জীবনসংগ্রামের গল্প। ছবি: ইনস্টাগ্রাম থেকে