ছবিতে ভারতের জনপ্রিয় ১০ তারকা
ভারতের বিনোদন দুনিয়ায় নতুন চমক নিয়ে এসেছে ওরম্যাক্স মিডিয়ার জুলাই মাসের সেরা অভিনেত্রীদের তালিকা। অবাক করা বিষয় হলো, এবার শীর্ষ দশে বলিউডের উপস্থিতি খুবই কম। মাত্র দুই জন বলিউড অভিনেত্রী জায়গা করে নিয়েছেন, বাকিদের দখল দক্ষিণ ভারতীয় সিনেমার তারকাদের। ছবি: তারকাদের সোশ্যাল মিডিয়া থেকে
-
রিপোর্ট অনুযায়ী, তালিকার শীর্ষে রয়েছেন দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তার ধারাবাহিক জনপ্রিয়তা ও কাজের মান তাকে এই অবস্থানে নিয়ে এসেছে।
-
দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন বলিউডের শীর্ষ তারকা আলিয়া ভাট, আর তৃতীয় স্থানে রয়েছেন বহুল প্রশংসিত অভিনেত্রী দীপিকা পাডুকোন।
-
চতুর্থ থেকে দশম অবস্থান দক্ষিণীদের দখলে। চতুর্থ স্থানে কাজল আগরওয়াল ও পঞ্চম ত্রিশা কৃষ্ণণ।
-
ষষ্ঠে আছেন নয়নতারা আর সপ্তমে সাই পল্লবী।
-
ভারতের ন্যাশনাল ক্রাশ রাশমিকা মান্দানা এবার কিছুটা পিছিয়ে থেকে অষ্টম স্থানে রয়েছেন।
-
তালিকার নবম অবস্থানে উঠে এসেছেন শ্রীলীলা, যিনি ‘পুষ্পা ২’-এর ‘থাপ্পড় মারুঙ্গি’ গানে ভক্তদের মন জয় করেছিলেন।
-
আর দশম স্থানে রয়েছেন তামান্না ভাটিয়া, যিনি ‘বাহুবলী’-তে দুর্দান্ত অভিনয়ে সবার নজর কেড়েছিলেন।