বিশেষ দিনে দেখুন বাণীর নজরকাড়া সব ছবি
বলিউডের গ্ল্যামার জগতে বাণী কাপুর মানেই স্টাইল, কনফিডেন্স আর ট্রেন্ডের অদ্ভুত সমন্বয়। আজ তার জন্মদিন। বিশেষ এই দিনে একঝলক দেখে নিন বাণীর সেই সব লুক, যেগুলো একেকটি ফ্যাশন স্টেটমেন্ট। রেড কার্পেটের ঝলমলে উপস্থিতি থেকে শুরু করে ক্যাজুয়াল চিক, সবখানেই বাণীর ব্যক্তিত্ব ছড়িয়ে দিয়েছে নতুন স্টাইলের ছোঁয়া। চলুন ছবিতে দেখে নেই বাণীর নজরকাড়া গ্ল্যামারাস জার্নি। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
১৯৮৮ সালের এই দিনে দিল্লীতে তার জন্ম। তার বাবা শিব কাপুর একজন ফার্নিচার এক্সপোর্টস উদ্যোক্তা, এবং মা ডিম্পি কাপুর ছিলেন শিক্ষিকা থেকে মার্কেটিং এক্সিকিউটিভ।
-
সুন্দরী এই অভিনেত্রী মাতা জ্যায় কর পাবলিক স্কুল, আশোক বিহার, দিল্লীতে পড়াশোনা করেন। এরপর তিনি ইন্দিরা গান্ধী জাতীয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ট্যুরিজম স্টাডিজে স্নাতক ডিগ্রি লাভ করেন। পড়া শেষে তিনি ওবেরয় হোটেল-এ ইন্টার্নশিপ করেন এবং মুম্বাইয়ের আইটিসি হোটেলেও কাজ করেন।
-
একসময় তিনি এলিট মডেল ম্যানেজমেন্টে মডেলিংয়ের মাধ্যমে বিনোদন জগতে পা রাখেন। পরবর্তীতে ২০১৩ সালে ‘শুধ দেশী রোমান্সে’ সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন।
-
প্রথম ছবিতেই বাজিমাত করেন এই স্টাইলিশ নায়িকা। শুধ দেশী রোমান্সে ‘তারা’ চরিত্রে অভিনয় করে লুফে নেন সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার।
-
এরপর তিনি তামিল চলচ্চিত্র ‘আহা কল্যাণম’ এ অভিনয় করেন, যা ব্যবসায়িকভাবে সফল হয়। ২০১৬ সালে বানী অভিনীত চলচ্চিত্র বেফিকরে মুক্তি পায়। তবে ছবিটি তেমন সফল হয়নি।
-
তিন বছরের বিরতির পর ২০১৯ সালে ‘ওয়ার’ সিনেমা দিয়ে পর্দায় দেখা দেন তিনি। এমনকি এই ছবিটি ২০১৯ সালের অন্যতম সর্বোচ্চ আয়কারী ফিল্ম হিসেবে পরিচিত হয়।
-
এরপর আর পেছন ফেরে তাকাতে হয়নি বাণীকে। সর্বশেষ তাকে দেখা গেছে ২০২৫ সালের ১ মে মুক্তি পাওয়া ‘রিয়াদ টু’ সিনেমায়। যেখানে একজন আইআরএস অফিসারের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেন তিনি।
-
সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজেও নাম লেখাতে চলছেন এই লাস্যময়ী অভিনেত্রী।
-
শুধু অভিনয় নয়; বন্ধ্যাত্ব, সৌন্দর্য-সম্পর্কিত ভেদাভেদ এবং শরীর নিয়ে ভুল ধারণার বিরুদ্ধে নিজের দক্ষতা বজায় রেখেছেন বাণী।