ফিফটি প্লাসেও রেড কার্পেটে ঝড় তুললেন কাজল
বলিউডের রোমান্টিক সিনেমার প্রতীকী মুখ কাজল। বয়সের অর্ধশতক পেরিয়ে গেলেও তার সৌন্দর্য আর গ্ল্যামার যেন বিন্দুমাত্র ম্লান হয়নি। বরং সময়ের সঙ্গে সঙ্গে আরও পরিণত ও মোহময়ী হয়ে উঠেছেন তিনি। যেকোনো পোশাকে কাজলের উপস্থিতি যেন আলাদা এক আকর্ষণ। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
-
সম্প্রতি মুম্বাইয়ে অনুষ্ঠিত একটি অ্যাওয়ার্ড শোতে লাল গালিচায় হাজির হয়ে ফের সবাইকে চমকে দিলেন এই জনপ্রিয় অভিনেত্রী। তার অনবদ্য সাজপোশাক ছিল আলোচনার কেন্দ্রবিন্দু।
-
এই শো এর জন্য কাজল বেছে নিয়েছিলেন শান্তনু-নিখিলের নকশা করা মনোমুগ্ধকর পোশাক। তার এই লুকের স্টাইলিং করেছেন ভারতের পরিচিত স্টাইলিস্ট আস্থা শর্মা।
-
গাউনটির বিশেষত্ব ছিল এর অভিনব নকশা। সফট ন্যুড টোনের এই আউটফিটটি মূলত একটি একরঙা শাড়ি, যা কোরসেটেড বডিসের সঙ্গে গাউনের মতো ড্রেপ করা হয়েছে। ওয়ান-শোল্ডার প্লিটেড স্টাইল এতে এনে দিয়েছে বাড়তি সৌন্দর্য।
-
অলঙ্কারে ছিল সংযমী ছোঁয়া। কানে ঝুলছে টিয়ারড্রপ হীরার দুল, হাতে লেয়ার্ড ব্রেসলেট আর আঙুলে শোভা পাচ্ছে হীরা-পান্নার আংটি।
-
বয়সকে যেন হার মানিয়ে দিয়েছেন কাজল। মসৃণ ত্বক আর আত্মবিশ্বাসী উপস্থিতি ছিল তার লুকে স্পষ্ট। রেড লিপস্টিক, শিমারি আইশ্যাডো আর কাজল দিয়ে সাজানো চোখে ছিল অনন্য আবেদন। সঙ্গে টুইস্ট বান হেয়ারস্টাইল যোগ করেছে বাড়তি স্টাইলিশ ভাব।