শুধু গায়ক নন, সময়ের সাক্ষী নচিকেতা

প্রকাশিত: ১১:৩৭ এএম, ০১ সেপ্টেম্বর ২০২৫ আপডেট: ১১:৩৭ এএম, ০১ সেপ্টেম্বর ২০২৫

বাংলা আধুনিক গানের জগতে এক ভিন্ন স্বরের নাম নচিকেতা চক্রবর্তী। তিনি শুধু একজন গায়ক বা সুরকার নন, তিনি আসলে সময়ের কণ্ঠস্বর। সমাজের প্রান্তিক মানুষের জীবন, মধ্যবিত্তের দুঃখ-সুখ, ভালোবাসার টানাপোড়েন কিংবা মৃত্যুর গভীর দার্শনিক সত্য-সবকিছুকে এক অনন্য ভঙ্গিতে গানে ফুটিয়ে তোলেন নচিকেতা। তাই আজ তার জন্মদিনে তাকে নিয়ে ভাবলে বাংলা সংগীতের ইতিহাসে এক সৃজনশীল বিপ্লবের কথা উঠে আসে। ছবি: ফেসবুক থেকে