শুধু গায়ক নন, সময়ের সাক্ষী নচিকেতা
বাংলা আধুনিক গানের জগতে এক ভিন্ন স্বরের নাম নচিকেতা চক্রবর্তী। তিনি শুধু একজন গায়ক বা সুরকার নন, তিনি আসলে সময়ের কণ্ঠস্বর। সমাজের প্রান্তিক মানুষের জীবন, মধ্যবিত্তের দুঃখ-সুখ, ভালোবাসার টানাপোড়েন কিংবা মৃত্যুর গভীর দার্শনিক সত্য-সবকিছুকে এক অনন্য ভঙ্গিতে গানে ফুটিয়ে তোলেন নচিকেতা। তাই আজ তার জন্মদিনে তাকে নিয়ে ভাবলে বাংলা সংগীতের ইতিহাসে এক সৃজনশীল বিপ্লবের কথা উঠে আসে। ছবি: ফেসবুক থেকে
-
১৯৬৪ সালের এই দিনে কলকাতায় তার জন্ম। শৈশব থেকেই সংগীতের প্রতি তার প্রবল ঝোঁক। ছোটবেলা থেকেই রবীন্দ্রসংগীত, নজরুলগীতি আর লোকগানের পরিবেশে বেড়ে ওঠা তার ভেতরে শিল্পীসত্তার বীজ বুনে দেয়। কৈশোরে গিটার হাতে নিয়ে যে যাত্রা শুরু করেছিলেন, তা পরবর্তীতে তাকে বাঙালির অন্যতম প্রিয় গায়ক করে তুলেছে।
-
১৯৯৩ সালে তার প্রথম অ্যালবাম ‘এই নিশি আর একা ঘুমোতে চায় না’ প্রকাশ পায়। আর সেই অ্যালবামের ‘নীলাঞ্জনা’ গানটি তাকে রাতারাতি জনপ্রিয় করে তোলে।
-
প্রেম, অভিমান আর একাকীত্বের এক অনন্য মিশ্রণ ছিল সেই গানে, যা আজও শ্রোতাদের হৃদয়ে অনুরণিত হয়। এরপর একে একে ‘অপরাজিতা’, ‘চুপিচুপি’, ‘অমৃতকুম্ভের খোঁজে’ অসংখ্য অ্যালবাম বাংলা আধুনিক গানের ধারা বদলে দেয়।
-
নচিকেতার গান মানেই বাস্তবের আয়না। তিনি শুধু প্রেম কিংবা বেদনার গান করেননি; করেছেন সমাজের অসঙ্গতি, দারিদ্র্য, বেকারত্ব, প্রবাস জীবনের কষ্ট, এমনকি মৃত্যুর কঠিন সত্য নিয়েও গান। তার লেখা ‘এই মৃত্যু উপত্যকা আমার দেশ না’ কিংবা ‘কবিতা পড়া ছেলেটা’ সমাজবোধ আর প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছে। তার গানে প্রান্তিক মানুষের অজানা গল্প যেন জীবন্ত হয়ে ওঠে।
-
নচিকেতা শুধু গায়ক নন, তিনি একজন দক্ষ গীতিকার ও সুরকারও। নিজের অ্যালবামের পাশাপাশি বাংলা চলচ্চিত্রে তিনি গান লিখেছেন, সুর দিয়েছেন ও গেয়েছেন।
-
নতুন প্রজন্মের শিল্পীদের সঙ্গে কণ্ঠ মেলাতে তিনি দ্বিধা করেননি; বরং তাদের উৎসাহ দিয়েছেন। তার গান যেমন কলেজপড়ুয়া তরুণদের মধ্যে দারুণ জনপ্রিয়, তেমনি বয়স্ক শ্রোতাদের কাছেও সমানভাবে প্রিয়।
-
নচিকেতা একেবারেই সহজ-সরল মানুষ। গানের বাইরে তাকে পাওয়া যায় বইয়ের জগতে, ভ্রমণে কিংবা নীরব আড্ডায়। মৃত্যুকে তিনি ভয় পান না; বরং জীবনের অংশ হিসেবেই দেখেন। তাই তার বহু গানে মৃত্যু এসেছে দার্শনিক রূপে। জীবন ও মৃত্যুর মাঝামাঝি সেই উপলব্ধিই তাকে অন্যদের থেকে আলাদা করেছে।
-
আজকের দিনে বাংলা আধুনিক গান যখন নানা পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছে, তখনও নচিকেতার গান শ্রোতাদের ভরসার জায়গা। তিনি প্রমাণ করেছেন ভালো গান কখনো পুরোনো হয় না। তার সৃষ্টিকর্ম নতুন প্রজন্মকে ভাবায়, গান শোনায়, আবার প্রতিবাদ করতে শেখায়।