‘শিভগামি’ ছাড়া বাহুবলী কি সম্পূর্ণ হতো?

প্রকাশিত: ০১:২৯ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৫ আপডেট: ০১:২৯ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৫

এস. এস. রাজামৌলির মহাকাব্যিক সিনেমা বাহুবলী শুধু প্রভাশ কিংবা রানা দগ্গুবতির মতো নায়কদের নায়কোচিত উপস্থিতির জন্য নয়, বরং এক অনন্য নারী চরিত্র শিভগামির জন্যও আজ বিশ্বজুড়ে স্মরণীয়। রম্যা কৃষ্ণনের অনবদ্য অভিনয়ে গড়া এই চরিত্র ছবিকে দিয়েছে শক্তি, গভীরতা ও আবেগের পরিপূর্ণতা। একদিকে মাতৃত্বের কোমলতা, অন্যদিকে সিংহাসনের রক্ষক হিসেবে নির্মম দৃঢ়তা-এই বৈপরীত্যই শিভগামিকে করেছে ব্যতিক্রমী। তাই প্রশ্ন থেকেই যায় ‘শিভগামি’ ছাড়া কি সত্যিই বাহুবলী তার পূর্ণতা পেত? ছবি: তারকার ইনস্টাগ্রাম থেকে