মুম্বাইয়ের সিরিজে আরিফিন শুভর সঙ্গী কে এই সৌরসেনী?
বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভর নতুন কাজ ‘জ্যাজ সিটি’ মুক্তির আগেই দর্শকের কৌতূহল বাড়িয়ে দিয়েছে। শোনা যাচ্ছে, মুম্বাইয়ে নির্মিত এই সিরিজে তাকে দেখা যাবে বাংলাদেশি চরিত্রে। এরই মধ্যে প্রকাশিত এক ঝলকেই আলোচনায় এসেছে সৌমিক সেনের এই ওয়েব সিরিজ, যেখানে শুভর সঙ্গে পর্দা ভাগ করছেন টালিউডের ফ্যাশনিস্তা সৌরসেনী মৈত্র্য। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
-
মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও সৌরসেনী এখন বাংলা চলচ্চিত্রের এক জনপ্রিয় মুখ।
-
শুধু টালিউডেই নয়, বলিউড ইন্ডাস্ট্রিতেও তিনি সমানভাবে কাজ করছেন।
-
অভিনয়ের পাশাপাশি নিজের ফ্যাশন সেন্স নিয়েও তিনি সমান আলোচনায় থাকেন।
-
সোশ্যাল মিডিয়ায় সক্রিয় এই অভিনেত্রী প্রায়ই ইনস্টাগ্রামে শেয়ার করেন নানারকম স্টাইলিশ লুক।
-
কখনো বোল্ড গাউন, কখনো ক্যাজুয়াল ওয়েস্টার্ন, আবার কখনো ঐতিহ্যবাহী শাড়ি-প্রতিটি পোশাকেই তার ভিন্ন আবেদন ধরা দেয়।
-
ফলোয়ারদের কাছে তিনি শুধু একজন অভিনেত্রী নন, বরং ট্রেন্ডসেটারও।
-
শুভর সঙ্গে মুম্বাইয়ের এই সিরিজে সৌরসেনীর উপস্থিতি তাই দর্শকের জন্য বাড়তি আকর্ষণ।
-
একদিকে শক্তিশালী অভিনয়, অন্যদিকে গ্ল্যামার ও ফ্যাশনের ছোঁয়া-সব মিলিয়ে এই জুটি নিয়ে প্রত্যাশার পারদ চড়ছেই।