বয়স নয়, স্টাইলেই কারিনার তারকাখ্যাতি
বলিউডের পর্দায় একযুগেরও বেশি সময় ধরে নিজের উপস্থিতি দিয়ে যিনি আলো ছড়াচ্ছেন, তিনি কারিনা কাপুর খান। আজ তার জন্মদিন। এই দিনটিকে ঘিরে ভক্তদের আগ্রহ থাকে তুঙ্গে। কারিনা শুধু একজন সফল অভিনেত্রীই নন, তিনি একাধারে ট্রেন্ডসেটার, ফ্যাশন আইকন ও শক্তিশালী এক নারীর প্রতীক। তার অভিনয়, চরিত্র বাছাই কিংবা ফ্যাশন সেন্স সবকিছুতেই রয়েছে এক ভিন্ন মাত্রা। ছবি: কারিনা কাপুরের ইনস্টাগ্রাম থেকে
-
কারিনা কাপুরের চলচ্চিত্রজীবনের শুরু ২০০০ সালে রিফিউজি দিয়ে। তবে অল্প সময়ের মধ্যেই তিনি বলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করে নেন।
-
কাভি খুশি কভি গম, জব উই মেট, চামেলি, ওমকারা, তলাশ, হিরোইন কিংবা গুড নিউজ-প্রতিটি ছবিতেই তিনি নিজেকে নতুনভাবে উপস্থাপন করেছেন।
-
তিনি কেবল বাণিজ্যিক সিনেমার নায়িকা হয়ে থাকতে চাননি, বরং চ্যালেঞ্জিং চরিত্রেও নিজেকে প্রমাণ করেছেন।
-
চামেলি ছবির যৌনকর্মীর চরিত্র কিংবা ওমকারার ডলি মিশ্র-সবখানেই ফুটে উঠেছে তার অভিনয় দক্ষতা। জব উই মেট এর গীত চরিত্রের মতো প্রাণবন্ত অভিনয় তাকে বলিউডের সবচেয়ে স্মরণীয় নায়িকাদের সারিতে তুলে ধরেছে।
-
কারিনার ফ্যাশন সচেতনতা তাকে ভক্তদের কাছে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।
-
২০০০ সালের গোড়া থেকেই তিনি নানা ধাঁচের পোশাক ও লুক নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন। কখনো ট্র্যাডিশনাল শাড়ি ও সালোয়ার কামিজে, কখনো আবার ওয়েস্টার্ন গাউন কিংবা ক্যাজুয়াল লুকে-সবখানেই তিনি স্বতঃস্ফূর্ত।
-
বলিউডে সাইজ-জিরো ফিগারের প্রচলনও কারিনার হাত ধরে। তশন সিনেমার সময় তার শারীরিক রূপান্তর ফিটনেস নিয়ে তরুণ প্রজন্মের মধ্যে নতুন ট্রেন্ড তৈরি করেছিল। বর্তমানে তিনি মা হলেও ফিটনেস ও স্টাইল বজায় রাখার দারুণ উদাহরণ।
-
কারিনার ফ্যাশন সেন্স শুধু সিনেমার পর্দায় বা র্যাম্পে সীমাবদ্ধ নয়। বিমানবন্দরের লুক হোক বা সাধারণ আড্ডার মুহূর্ত-প্রতিটি জায়গায় তার স্টাইল হয়ে ওঠে আলোচনার বিষয়। কখনো ঝলমলে গাউনে, কখনো আবার সহজ সরল কুর্তিতে-প্রতিটি উপস্থিতিতেই তিনি দেন আত্মবিশ্বাসের ছাপ।
-
তার ফ্যাশন থেকে অনুপ্রাণিত হয়ে অসংখ্য তরুণী পোশাক, মেকআপ কিংবা হেয়ারস্টাইলে নতুনত্ব খুঁজে নিয়েছেন। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও তিনি আন্তর্জাতিক পর্যায়ে ভারতীয় নারীর আধুনিক ও আত্মবিশ্বাসী রূপকে তুলে ধরেছেন।
-
কারিনা কাপুরের আরেকটি বড় দিক হলো তার স্পষ্টভাষিতা। ক্যারিয়ার, মাতৃত্ব কিংবা ব্যক্তিজীবন-সব বিষয়ে তিনি খোলামেলা কথা বলেন। মা হওয়ার পরও কাজের জায়গায় আপস না করা এবং ফ্যাশন সচেতনতা ধরে রাখা অনেক নারীর কাছে প্রেরণার মতো।
-
কারিনা কাপুর খান শুধু একজন অভিনেত্রী নন; তিনি বলিউডে পরিবর্তনের প্রতীক, যিনি অভিনয় ও ফ্যাশনকে একসঙ্গে নতুন উচ্চতায় নিয়ে গেছেন।