ভিন্টেজ সাদা থেকে রাজকীয় গোলাপি, দুই লুকেই অপরূপ জাহ্নবী
বলিউডের উঠতি নায়িকা জাহ্নবী কাপুর যেন একসঙ্গে দুই মঞ্চেই নিজের অবস্থান দৃঢ় করছেন-একদিকে আন্তর্জাতিক চলচ্চিত্রে সাফল্য, অন্যদিকে লাল গালিচায় ফ্যাশন সেন্স। সম্প্রতি তার অভিনীত হোমবাউন্ড সিনেমাটি অস্কারের জন্য মনোনীত হয়েছে, যা তাকে সমকালীন প্রজন্মের অভিনেত্রীদের ভিড়ে আলাদা মর্যাদা এনে দিয়েছে। ছবি: জাহ্নবীর ইনস্টাগ্রাম থেকে
-
অস্কারযাত্রার এই আনন্দের মধ্যেই টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে জাহ্নবী হাজির হয়েছিলেন ইতালিয়ান বিলাসবহুল ব্র্যান্ড মিউ মিউ-এর এক ভিন্টেজ সাদা গাউনে।
-
ওয়ান-শোল্ডার কাটের এই পোশাকে কালো পোলকা ডটের নিখুঁত সমন্বয়, সঙ্গে মিনিমাল জুয়েলারি আর হালকা মেকআপ-পুরো লুকটিকে দিয়েছে ক্লাসিক হোয়াইট এলিগ্যান্স।
-
চুল রেখেছিলেন খোলা স্ট্রেইট লুকে, যা ভিন্টেজ ড্রেসটির সঙ্গে তৈরি করেছে নিখুঁত সামঞ্জস্য।
-
দেশে ফিরে হোমবাউন্ড এর সাফল্যের আবহেই আরেকটি প্রিমিয়ারে জাহ্নবী বেছে নেন বলিউডের জনপ্রিয় ডিজাইনার মনীশ মালহোত্রার গোলাপি শিয়ার লেহেঙ্গা।
-
স্লিভলেস টপ ও ফ্লেয়ার দেওয়া স্কার্টে থাকছিল সাদা ফুলেল এমব্রয়ডারি আর মুক্তোর সূক্ষ্ম কাজ, যা একেবারেই রাজকীয় আমেজ এনে দিয়েছে।
-
কোমরে ব্রুচের মতো অলঙ্কার, হাতে স্টেটমেন্ট রিং, কানে লম্বা দুল এবং বারগ্যান্ডি হাইলাইট করা চুলের স্ট্রেইট লুক তার সৌন্দর্যকে করেছে বহুগুণ আকর্ষণীয়। রিয়া কাপুরের স্টাইলিংয়ে এই পুরো লুকটি পেয়েছে আন্তর্জাতিক মানের আধুনিকতা।
-
জাহ্নবীর ফ্যাশন সেন্স সব সময়ই আলোচনায় থাকে। মিউ মিউয়ের ভিন্টেজ গাউন থেকে শুরু করে মালহোত্রার রাজকীয় লেহেঙ্গা-প্রতিটি পোশাকে তিনি নিজের ব্যক্তিত্ব ফুটিয়ে তুলতে জানেন। তার স্টাইল পছন্দে লক্ষ্য করা যায় সাহসী পরীক্ষার ঝোঁক, তবে সব সময়েই থাকে আভিজাত্যের ছাপ।
-
অভিনয়ে সাফল্য আর ফ্যাশনে নিরীক্ষা-এই দুই দিক মিলে জাহ্নবী এখন বলিউডের নতুন প্রজন্মের অন্যতম প্রতিনিধি।
-
আন্তর্জাতিক অঙ্গনে হোমবাউন্ড যেমন তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তেমনি তার স্টাইল ও গ্ল্যামারও গড়ে তুলছে এক আলাদা পরিচয়। শ্রীদেবীর কন্যা হয়েও তিনি কেবল উত্তরাধিকার সূত্রে পাওয়া পরিচয়ে সীমাবদ্ধ নন, বরং নিজস্ব প্রতিভা ও উপস্থিতি দিয়ে তিনি ধীরে ধীরে হয়ে উঠছেন বিশ্বমঞ্চে আলোচিত এক নাম।