যেন সাক্ষাৎ দেবী শুভশ্রী
শারদীয় দুর্গোৎসব মানেই বাঙালির মনে বিশেষ আবেগের দোলা। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর আরতির আলোয় ভরে ওঠে চারপাশ। এই আবহে নারীর সাজগোজও যেন উৎসবের অবিচ্ছেদ্য অংশ। ঠিক তখনই টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীকে দেখা গেল এমন এক সাজে, যা তাকে করে তুলেছে সত্যিকারের দেবীর প্রতিচ্ছবি। ছবি: শুভশ্রীর ইনস্টাগ্রাম থেকে
-
বাঙালি নারীর উৎসবের সাজে লাল বেনারসি শাড়ি চিরকালীন ঐতিহ্য। শুভশ্রী এই ঐতিহ্যকেই বেছে নিয়েছেন নিজের পূজার লুকে। ঝলমলে লাল বেনারসির জমিনে সোনালি জরির কাজ, তার সঙ্গে সোনালি পাড়-পুরো শাড়ির গঠনেই ফুটে উঠেছে রাজকীয় আমেজ। এমন সাজে তাকে দেখে মনে হয়েছে, যেন পূজামণ্ডপে প্রতিমার বাইরে জীবন্ত হয়ে উঠেছেন এক দেবী।
-
শাড়ির সঙ্গে শুভশ্রী মিলিয়েছেন ঐতিহ্যবাহী সোনার গহনা। গলায় ভারি নেকলেস, কানে ঝুলন্ত ঝুমকা, হাতে সোনার চুড়ির গোছা আর মাথার মাঝখানে সিঁদুরের টিপ-সব মিলিয়ে তার সাজকে দিয়েছে এক নিখুঁত পূর্ণতা।
-
বিশেষ করে কপালে লাল টিপ আর চোখের কাজল তার সৌন্দর্যে এনেছে দেবীর আবহ।
-
তার সাজগোজে ছিল সাবেকি আভিজাত্যের ছোঁয়া। চোখে কাজল, ঠোঁটে লাল লিপস্টিক, আর মুখে উজ্জ্বলতা-সবকিছু মিলে যেন অনায়াসে বয়ে আনে এক দেবীময় আবেদন। ক্যামেরার সামনে তার আত্মবিশ্বাসী ভঙ্গিমা, মৃদু হাসি ও চোখের গভীরতায় ধরা দিয়েছে এক অন্য রূপ।
-
শুভশ্রী গাঙ্গুলী কেবল টলিউডের গ্ল্যামার কুইনই নন, তিনি বাঙালি নারীর ঐতিহ্যেরও প্রতীক হয়ে উঠেছেন। আধুনিকতার ভিড়েও তিনি প্রমাণ করেছেন, সাবেকি সাজের আবেদন আজও অমলিন। তার এই পূজার লুক যেন আমাদের মনে করিয়ে দেয়-লাল বেনারসি শুধু একখণ্ড কাপড় নয়, এটি বাঙালি সংস্কৃতির সৌন্দর্য ও নারীর শাশ্বত শক্তির প্রতীক।