বিশেষ মুহূর্তে দেখুন রাশমিকা-বিজয়ের সিনেমা
দক্ষিণ ভারতের তরুণ প্রজন্মের কাছে সবচেয়ে জনপ্রিয় জুটির নাম বলতে গেলে সবার আগে উঠে আসে রাশমিকা মন্দানা আর বিজয় দেবরাকোন্ডার নাম। তাদের রসায়ন পর্দায় এতটাই প্রাণবন্ত যে দর্শকরা শুধু তাদের অভিনয় নয়, বরং বাস্তব জীবনেও তাদের সম্পর্ক নিয়েও বেশ আগ্রহী। সম্প্রতি বাগদান হয়েছে তাদের। বিশেষ এই মুহূর্তে দেখে নিতে পারেন তাদের অভিনীত সিনেমাগুলো। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে
-
গীতা গোবিন্দম (২০১৮): এই সিনেমাটিই রাশমিকা-বিজয় জুটিকে এক ঝটকায় জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়। কলেজ প্রেক্ষাপটে নির্মিত এই রোমান্টিক-কমেডি ছবিতে বিজয়ের সরল-ভদ্র অধ্যাপক চরিত্র আর রাশমিকার প্রাণবন্ত গীতা চরিত্র দর্শকদের মন জয় করে নেয়।
-
গান, গল্প আর তাদের মিষ্টি রসায়ন সিনেমাটিকে করে তুলেছিল ব্লকবাস্টার।
-
ডিয়ার কমরেড (২০১৯): এবার তারা এলেন একেবারে ভিন্ন আবহে। সামাজিক ও রাজনৈতিক বার্তায় ভরপুর এই ছবিতে বিজয় ছিলেন এক প্রতিবাদী যুবক আর রাশমিকা এক দৃঢ়চেতা ক্রিকেটার।
-
সম্পর্কের টানাপোড়েন, প্রেম আর সংগ্রামের গল্পে সাজানো ছবিটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য না পেলেও জুটির রসায়ন আবারো আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।
-
মাত্র দুটি সিনেমায় একসাথে কাজ করেছেন রাশমিকা আর বিজয়। তবে তাদের জনপ্রিয়তা ও রসায়ন এতটাই শক্তিশালী যে এই জুটিকে আবার বড় পর্দায় একসাথে দেখার অপেক্ষায় ভক্তরা।