শাহরুখ পত্নী নয়, নিজ পরিচয়ে উজ্জ্বল গৌরি খান
আজ বলিউড বাদশাহ শাহরুখ খানের স্ত্রী, সফল উদ্যোক্তা ও খ্যাতনামা ইন্টেরিয়র ডিজাইনার গৌরি খানের জন্মদিন। কিন্তু এই দিনটি শুধু একজন তারকার জন্মদিন নয়, বরং এক সৃজনশীল যাত্রার উৎসব যেখানে রয়েছে শিল্প, বুদ্ধি, সৌন্দর্যবোধ ও বাস্তবতার অনন্য সমন্বয়। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
২০০২ সালে শাহরুখ খানের সঙ্গে মিলে ‘রেড চিলিস এন্টারটেইনমেন্ট’ নামের প্রযোজনা প্রতিষ্ঠানটি গড়ে তোলেন গৌরি। সময়ের সঙ্গে এই প্রতিষ্ঠান বলিউডে এক অন্যতম প্রভাবশালী প্রোডাকশন হাউসে পরিণত হয়েছে।
-
‘ম্যায় হুঁ না’, ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’ কিংবা ‘রা.ওয়ান’-এই সব সফল সিনেমার পেছনে ছিলেন গৌরির পরিশ্রম, তত্ত্বাবধান ও সূক্ষ্ম সিদ্ধান্তগ্রহণ।
-
গৌরি কেবল নামমাত্র প্রযোজক নন, প্রতিটি প্রজেক্টের সৃজনশীল দিক, আর্থিক ব্যবস্থাপনা ও নান্দনিক উপস্থাপনায় তিনি সরাসরি যুক্ত থাকেন। শাহরুখের জনপ্রিয়তা যেমন সিনেমাকে উজ্জ্বল করেছে, তেমনি গৌরির পরিকল্পনাই দিয়েছে সিনেমাগুলোকে পরিপূর্ণ রূপ।
-
চলচ্চিত্রের বাইরে গৌরি খুঁজে পেয়েছেন আরেকটি ভালোবাসার জায়গা ইন্টেরিয়র ডিজাইন। ২০১৭ সালে মুম্বাইয়ে তিনি প্রতিষ্ঠা করেন নিজের ব্র্যান্ড ‘গৌরি খান ডিজাইনস’। এখানে তিনি সাজসজ্জা নয়, বরং ‘স্পেস ডিজাইন’ নিয়ে কাজ করেন-যেখানে একটি ঘর শুধু সুন্দর নয়, ব্যবহারিক, আরামদায়ক ও দৃষ্টিনন্দনও হয়।
-
গৌরির কাজের দর্শন খুবই স্পষ্ট, ‘বিলাসিতা মানে অতিরিক্ত নয়, বরং সূক্ষ্মতার সঙ্গে আরাম।’ তার নকশায় থাকে আধুনিকতা, গাঢ় রঙের ভারসাম্য আর নিখুঁত আলো-ছায়ার খেলা।
-
তিনি মুম্বাইয়ের বহু তারকার বাড়ি সাজিয়েছেন-রনবীর সিং, আলিয়া ভাট, কারিনা কাপুর, এমনকি ক্যাটরিনা কাইফও তার ক্লায়েন্টদের মধ্যে রয়েছেন।
-
তাছাড়া তিনি নকশা করেছেন বেশ কিছু উচ্চমানের ক্যাফে, ফ্যাশন স্টোর ও রেস্তোরাঁ। যেমন- তার নিজের রেস্তোরাঁ ‘টরী’, যা সম্প্রতি মুম্বাইয়ের হটস্পট হয়ে উঠেছে।
-
গৌরির সবচেয়ে বড় শক্তি হলো-তিনি শিল্প ও ব্যবসা দুটো ক্ষেত্রেই ভারসাম্য রক্ষা করতে জানেন। তিনি জানেন সৌন্দর্য কেবল চোখে লাগে না, তা টেকসই হতে হয়; আর ব্যবসা সফল করতে শুধু মুনাফা নয়, প্রয়োজন সুনাম ও সততা।
-
সম্প্রতি এক সাক্ষাৎকারে গৌরি বলেছিলেন, ‘আমি ভাগ্যবান, কারণ আমার পরিবার আমাকে স্বাধীনভাবে কাজ করতে দিয়েছে। আমি জানি, কাজের মানই আমাকে টিকিয়ে রাখবে, নামের জোরে নয়।’- এই এক কথাতেই যেন ধরা পড়ে তার সাফল্যের মূল মন্ত্র।
-
শাহরুখ খানের স্ত্রী হওয়াটা হয়তো অনেকের কাছে আলাদা পরিচয়, কিন্তু গৌরির কাছে সেটা কখনোই একমাত্র পরিচয় নয়। তিনি বরং নিজের কাজ দিয়েই গড়ে তুলেছেন একটি স্বাধীন ইমেজ।
-
তিন সন্তান আরিয়ান, সুহানা ও আব্রামের মা গৌরি নিজের পরিবারের যত্নের পাশাপাশি কাজের জায়গাতেও অটল।
-
এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি মা হিসেবেও পূর্ণ হতে চাই, আবার একজন উদ্যোক্তাও হতে চাই। আমি বিশ্বাস করি, নারীরা চাইলে দুই ভূমিকাই সফলভাবে পালন করতে পারে।’
-
আজকের দিনে গৌরি খান শুধু বলিউড তারকার স্ত্রী নন, বরং এক অনুপ্রেরণার প্রতীক। তিনি প্রমাণ করেছেন নীরবতা কখনো দুর্বলতা নয়; বরং দৃঢ় আত্মবিশ্বাসেরই আরেক রূপ। তার কাজের প্রতিটি ইঞ্চিতে ঝরে পড়ে সৌন্দর্য, সূক্ষ্মতা আর দায়িত্ববোধ।
-
গৌরি খান যেন আমাদের শেখান আলোয় ভরা জীবন নয়, আলো তৈরি করার শিল্পটাই আসল সাফল্য।