তার যাত্রা যেন রঙিন এক সিনেমা, চিনতে পারছেন কে এই নায়িকা
বলিউডের ফ্যাশন আইকন ও প্রতিভাবান অভিনেত্রী পূজা হেগড়ের জন্মদিন আজ। দক্ষিণের পর্দা থেকে বলিউড পর্যন্ত, তার যাত্রা যেন রঙে ভরপুর এক সিনেমা-যেখানে প্রতিটি দৃশ্যেই তিনি নিজেকে নতুনভাবে মেলে ধরেছেন। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে
-
পূজা হেগড়ের ক্যারিয়ার শুরু হয় মডেলিং দিয়ে।
-
২০১০ সালে ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার পরই তিনি নজরে আসেন।
-
সেই গ্ল্যামারাস সূচনার পর দক্ষিণী সিনেমায় পা রাখেন ‘মুগামুদি’ ছবির মাধ্যমে।
-
তবে ‘ওকা লাইলা কোসম’ এবং ‘অলা বৈকুণ্ঠপুরমুলো’-এর মতো তেলুগু ছবিতে তার উপস্থিতিই তাকে দক্ষিণ ভারতের জনপ্রিয় মুখে পরিণত করে।
-
বলিউডে তার অভিষেক হয় আশুতোষ গোয়ারিকরের ঐতিহাসিক ছবি ‘মোহেনজোদারো’ দিয়ে, যেখানে হৃতিক রোশনের বিপরীতে অভিনয় করেন তিনি। যদিও ছবিটি বাণিজ্যিকভাবে খুব বেশি সফল হয়নি, কিন্তু পূজার গ্রেস ও স্ক্রিন প্রেজেন্স দর্শকের নজর কেড়েছিল।
-
পূজা হেগড়ের সবচেয়ে বড় শক্তি তার ফ্যাশন সেন্স। লাল গালিচা হোক বা বিমানবন্দরের করিডর-প্রতিটি উপস্থিতিতে তিনি যেন একেকটা স্টেটমেন্ট তৈরি করেন।
-
সারল্যে পরিশীলন-পূজার ফ্যাশন সব সময় অতিরঞ্জিত নয়; বরং সহজে চটকদার। তিনি জানেন কীভাবে মিনিমাল ডিজাইনে এলিগ্যান্স আনতে হয়।
-
ভারতীয় পোশাকে তাকে বারবার দেখা যায়। সিল্ক শাড়ি, মিরর ওয়ার্ক লেহেঙ্গা কিংবা কটন কুর্তায় তার অনায়াস উপস্থিতি একদিকে ঐতিহ্যের প্রতি ভালোবাসা, অন্যদিকে আধুনিকতার সংজ্ঞাও তৈরি করে।
-
সোশ্যাল মিডিয়ায় নজর রাখলে বোঝা যায়, তিনি ট্রেন্ড বোঝেন, কিন্তু ট্রেন্ডের দাসী নন।
-
সাহসী কিন্তু কখনোই অতিরিক্ত নয়-এই ভারসাম্যই তাকে ফ্যাশন আইকন করেছে।
-
ফ্যাশনবিষয়ক পেজে নিয়মিতভাবে পূজা হেগড়ের নাম উঠে আসে। তার ইনস্টাগ্রাম যেন এক ফ্যাশন ম্যাগাজিনের পৃষ্ঠা-জিম লুক থেকে রেড কার্পেট গ্ল্যাম, সবখানেই তিনি নিজেকে নিখুঁতভাবে উপস্থাপন করেন।
-
পূজা শুধু গ্ল্যামারাস মুখ নন, অভিনয়ের দিক থেকেও তিনি ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করেছেন।
-
তেলুগু ছবিতে তার কমেডি টাইমিং, রোমান্টিক চরিত্রে সহজ স্বাভাবিকতা এবং নাচের দক্ষতা তাকে আলাদা করেছে। বলিউডে ‘হাউসফুল ৪’ ও ‘রাঁধে শ্যাম’-এর মাধ্যমে তিনি দর্শকদের নজর কাড়েন।
-
এ বছরও পূজা হেগড়ে নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত। গুঞ্জন আছে, তিনি দক্ষিণের কয়েকটি বড় বাজেটের সিনেমায় কাজ করছেন, যেখানে তার চরিত্র হবে আরও পরিণত ও চ্যালেঞ্জিং।
-
আজকের দিনে যখন ফ্যাশন মানেই ব্র্যান্ড বা দামি পোশাক-পূজা হেগড়ে সেখানে ভিন্ন বার্তা দেন।
-
তিনি প্রমাণ করেছেন, স্টাইল আসে ভেতর থেকে; পোশাক শুধু বাহন মাত্র। তার প্রতিটি লুকে থাকে আত্মবিশ্বাস, যা তাকে অন্যদের থেকে আলাদা করে।
-
পূজা হেগড়ে আজ শুধু অভিনেত্রী নন-তিনি এক প্রেরণা, যিনি শেখান কিভাবে নিজের সত্তাকে ধরে রেখে বিশ্বজয় করা যায়।