নানা লুকে আবেদনময়ী অঙ্কিতা
২০০৯ সালে জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘পবিত্র রিশতা’ দিয়ে অভিনয়ে পথচলা শুরু করেন অঙ্কিতা লোখান্ডে। সেখানে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে জুটি বাঁধার পরই আলোচনায় আসেন তিনি। সেই ধারাবাহিক শুধু তার ক্যারিয়ার নয়, ব্যক্তিজীবনেও নতুন অধ্যায়ের সূচনা করে। কারণ এখান থেকেই শুরু হয়েছিল অঙ্কিতা-সুশান্তের প্রেমগাথা। দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল একাধিক রিয়েলিটি শোতেও। ছবি: অঙ্কিতার ইনস্টাগ্রাম থেকে
-
সুশান্তের সঙ্গে সম্পর্ক ভাঙনের পর অঙ্কিতা জীবনের নতুন অধ্যায়ে পা রাখেন ব্যবসায়ী ভিকি জৈনের হাত ধরে।
-
ছোট পর্দার পরিচিত এই মুখ ধীরে ধীরে জায়গা করে নিয়েছেন বলিউড ইন্ডাস্ট্রিতেও, প্রায় দুই দশক ধরে কাজ করছেন সাফল্যের সঙ্গে।
-
রিয়েলিটি শো ‘বিগ বস ১৭’-এর অন্যতম আলোচিত প্রতিযোগী হিসেবেও দর্শক তাকে পেয়েছেন।
-
শুধু অভিনয় নয়, নাচের প্রতিও অঙ্কিতার গভীর টান রয়েছে।
-
৪০-এ পা দিলেও তার তারুণ্যময় উপস্থিতি দেখে বয়স আন্দাজ করা দুষ্কর।
-
গ্ল্যামার, সৌন্দর্য আর স্টাইলের মেলবন্ধনে তিনি আজও সমান উজ্জ্বল।
-
সামাজিক যোগাযোগমাধ্যমে ভীষণ সক্রিয় অঙ্কিতা নিয়মিতই ভাগ করে নেন নিজের জীবনের নানা মুহূর্ত।
-
স্টাইলিশ সব ফটোশুট কিংবা নিত্যদিনের লুক-সবকিছুতেই নজর কাড়েন ভক্তদের।