ধর্মের দেয়াল ভেঙে ভালোবাসার জয়, শাহরুখ-গৌরী দীর্ঘ যাত্রা
বলিউডের কিং খান শাহরুখ খান আর তার জীবনের রানি গৌরী খানের ভালোবাসার গল্প শুধু রূপালি পর্দার নয়, বাস্তব জীবনেও এক অনন্য দৃষ্টান্ত। ধর্ম, সমাজ আর চারপাশের চাপ, সব বাধা পেরিয়েই তারা গড়েছেন এক অটুট সংসার। ১৯৯১ সালের ২৫ অক্টোবর শুরু হয়েছিল তাদের যাত্রা, আর তিন দশক পেরিয়েও সেই সম্পর্ক আজও সমান উজ্জ্বল। প্রেম থেকে বিয়ে, বিয়ে থেকে পরিবার, শাহরুখ-গৌরীর দীর্ঘ পথচলা আজ লাখো ভক্তের কাছে অনুপ্রেরণা। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে
-
বলিউডের সবচেয়ে আলোচিত ও প্রিয় জুটিগুলোর একটি শাহরুখ খান ও গৌরী খান। তাদের প্রেম ও বিয়ের গল্প যেন চলচ্চিত্রের চিত্রনাট্যের মতোই নাটকীয়। আজ ৩৪ বছরের দীর্ঘ পথচলার পর তারা শুধু বলিউডের নয়, গোটা ভারতবর্ষের সবচেয়ে প্রভাবশালী দম্পতিদের একজন।
-
শাহরুখ-গৌরীর প্রথম দেখা হয়েছিল দিল্লির এক বন্ধুর পার্টিতে। তখন দুজনেই তরুণ, স্বপ্ন ও উচ্ছ্বাসে ভরপুর। ধীরে ধীরে সেই পরিচয় গড়ায় প্রেমে। কিন্তু এই প্রেম ছিল না একেবারেই মসৃণ। ধর্মীয় ভিন্নতা, পারিবারিক আপত্তি-সবকিছুই একসময় তাদের সম্পর্কের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল।
-
শাহরুখ খানের ক্যারিয়ারের শুরুর সময় বলিউডের অনেক প্রযোজক ও শুভাকাঙ্ক্ষী তাকে বিয়ে না করার পরামর্শ দিয়েছিলেন। তাদের যুক্তি ছিল-নায়ক সিঙ্গেল থাকলে ভক্তরা বেশি আকৃষ্ট হন, তাই বিয়ে করলে তার ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু শাহরুখ কারও কথাই শোনেননি। নিজের সিদ্ধান্তে অটল ছিলেন তিনি।
-
একটি সাক্ষাৎকারে শাহরুখ মজার ছলেই বলেছিলেন, ‘গৌরীর আমার প্রতি দয়া হয়েছিল। ভেবেছিল মা-বাবাহারা একটি ছেলে, তাই আমাকেই বিয়ে করে ফেলল।’
-
সব প্রতিকূলতা অতিক্রম করে অবশেষে ১৯৯১ সালে গৌরীকে জীবনসঙ্গী করেন শাহরুখ। আজ তারা তিন সন্তান আরিয়ান খান, সুহানা খান ও আব্রাম খানের জনক-জননী। সন্তানদের সঙ্গেই তাদের সংসার পূর্ণতা পেয়েছে।
-
বর্তমানে গৌরী শুধু শাহরুখের স্ত্রী নন, তিনি বলিউডের অন্যতম জনপ্রিয় ইন্টেরিয়র ডিজাইনার ও ব্যবসায়ীও।
-
অন্যদিকে শাহরুখ খান আজ বিশ্বজুড়ে পরিচিত ‘কিং খান’ নামে।
-
তাদের সংসারের উজ্জ্বল প্রতিচ্ছবি হলো ভালোবাসা, ধৈর্য আর একে অপরকে সমর্থন করার মানসিকতা।