শুভশ্রীর জন্মদিনে রাজের আদরমাখা পোস্ট, ৩৫ এ পা দিলেন নায়িকা
নভেম্বরের আলোয় আবারও হাজির হয়েছে ৩ তারিখ। টলিউডের এক উজ্জ্বল তারকা, শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জন্মদিন আজ। বর্ধমান শহর থেকে উঠে আসা এই নায়িকা আজ ৩৫ বছর বয়স পূর্ণ করলেন। অভিনয়ের জগতে সফলতা, সংসার, সন্তান সবকিছু সামলে দর্শকদের কাছে তিনি আজও এক অনুপ্রেরণার নাম। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
-
জন্মদিনে বিশেষ মুহূর্ত শেয়ার করেছেন স্বামী রাজ চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় রাজ পোস্ট করেছেন একটি ছবি, যেখানে শুভশ্রীকে কোলে বসিয়ে ধরা দিয়েছেন। ছবিতে এ দম্পতি একেবারে রংমিলিত লুকে হাজির হয়েছেন শুভশ্রী পরেছেন ধূসর সিক্যুয়েন্স শাড়ি ও স্লিভলেস ব্লাউজ, খোলা চুল আর হালকা মেকআপে। রাজের পরনে ছিল ধূসর পাঞ্জাবি ও সাদা পাজামা।
-
ছবিতে মিষ্টি এক মুহূর্তও ধরা পড়েছে, রাজ আঙ্গুল এগিয়ে দেন শুভশ্রীর দিকে আর মজার ছলে তিনি কামড় বসান! পোস্টের ক্যাপশনে রাজ লিখেছেন, আমার ভালোবাসায় তোমাকে জানাই শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আমি তোমাকে সারাজীবন ভালোবাসব। পাশাপাশি ব্যবহার করেছেন ইনফিনিটি ইমোজি। শুভশ্রীও রিপ্লাই দিয়েছেন, ‘আই লাভ ইউ’।
-
নেটিজেনরা ও টলিউডের বন্ধুরা জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শুভশ্রীর দিনটিকে আরও স্মরণীয় করেছেন।
-
এ বছর শুভশ্রী শুধু জন্মদিনে আনন্দিত নন, বরং কাজের ফ্রন্টেও সফল। চলতি মাসে মুক্তি পেতে চলেছে তার নতুন ছবি ‘অনুসন্ধান’, চলতি বছরে মুক্তিপ্রাপ্ত ‘গৃহপ্রবেশ’ ও ‘ধূমকেতু’-র সাফল্যও নজরকাড়া। এছাড়া বছরের শেষদিকে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত ছবি ‘ভজ গৌরাঙ্গের নাম রে…’।
-
শুভশ্রী শুধু অভিনয়েই নয়, ফ্যাশনেও পরিচিত। তার ন্যাচারাল স্টাইল, ঐতিহ্যবাহী শাড়ি থেকে শুরু করে ওয়েস্টার্ন লুক সবকিছুতেই তিনি আনেন নিজস্ব ছাপ। সোশ্যাল মিডিয়ায় তার প্রতিটি পোস্ট, লুক বা ছবি যেন তরুণ প্রজন্মের জন্য এক ফ্যাশন ইনস্পিরেশন।
-
শুভশ্রী শুধু বর্তমানের অভিনেত্রী নন; তিনি নতুন প্রজন্মের জন্য রোল মডেল। অভিনয়ের পাশাপাশি তিনি সক্রিয় সামাজিক কর্মকাণ্ডেও অংশগ্রহণ করেন। তার প্রতিটি পদক্ষেপই নতুন উদ্যম, নতুন গল্প এবং নতুন উদ্দীপনা নিয়ে আসে।