নায়াব মিধার বিয়ের একগুচ্ছ ছবি

প্রকাশিত: ১২:১৩ পিএম, ০৬ নভেম্বর ২০২৫ আপডেট: ১২:১৩ পিএম, ০৬ নভেম্বর ২০২৫

একটা কবিতা কখনও কখনও বদলে দিতে পারে পুরো জীবন। তিন বছর আগে ‘মুসকুরাও’, অর্থাৎ ‘হাসো’ নামে একটি কবিতা ঝড় তুলেছিল অনলাইন দুনিয়ায়। কয়েক কোটি মানুষের মন ছুঁয়ে গিয়েছিল সেই কবিতার প্রতিটি শব্দ, প্রতিটি নিঃশ্বাসে ভরা আবেগ। আর সেই কবিতার স্রষ্টা নায়াব মিধা নামটি রাতারাতি হয়ে ওঠে পরিচিত মুখ, এক প্রেরণার প্রতীক। ছবি: ইনস্টাগ্রাম থেকে