২০২৫ এ মা-বাবা হলেন যেসব তারকা দম্পতি
২০২৫ সাল যেন বলিউডে শুধু সিনেমার নয়, জীবনেরও উৎসবের বছর। একের পর এক তারকা দম্পতির ঘরে এসেছে নতুন প্রাণ, নতুন আনন্দ। কেউ প্রথমবারের মতো মাতৃত্ব বা পিতৃত্বের স্বাদ পেয়েছেন, কেউ আবার পরিবারে যুক্ত করেছেন নতুন সদস্যকে। চলুন দেখে নেওয়া যাক ২০২৫ সালে বলিউডের সেই তারকা দম্পতিদের, যারা নিজেদের জীবনে স্বাগত জানিয়েছেন ছোট্ট অতিথিকে। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা: বলিউডের অন্যতম প্রিয় জুটি কিয়ারা ও সিদ্ধার্থের ঘরে ১৫ জুলাই ২০২৫ জন্ম নিয়েছে কন্যাসন্তান। দু’জনেই সামাজিক মাধ্যমে জানিয়েছেন এই সুখবর। নবজাতকের ছবি না দেখালেও দু’জনের মুখে ছিল অকৃত্রিম আনন্দের হাসি।
-
আরবাজ খান ও শুরা খান: ৫ অক্টোবর ২০২৫, এই দিনটি ছিল আরবাজ খানের জীবনের এক নতুন অধ্যায়। স্ত্রী শুরা খানের সঙ্গে তিনি প্রথমবারের মতো পেয়েছেন কন্যাসন্তানের মুখ দেখতে পাওয়ার সৌভাগ্য। আরবাজের এটি দ্বিতীয় সন্তান হলেও শুরার জন্য একদম প্রথম মাতৃত্ব। ইনস্টাগ্রামে পোস্ট করে আরবাজ লিখেছেন, ‘আমাদের জীবনে ছোট্ট এক অলৌকিক অতিথি এসেছে।’
-
কেএল রাহুল ও আথিয়া শেঠি: ক্রিকেট আর সিনেমার মেলবন্ধনে তৈরি এই জুটি ২৪ মার্চ ২০২৫-এ স্বাগত জানিয়েছেন কন্যাসন্তানকে। শিশুটির নাম রেখেছেন ইভারা। আথিয়া নিজের ইনস্টাগ্রাম পোস্টে লিখেছিলেন, ‘ইভারা আমাদের জীবনে ভালোবাসার নতুন সংজ্ঞা।’
-
সাগরিকা গাটগে ও জহির খান: ১৬ এপ্রিল ২০২৫, দীর্ঘ প্রতীক্ষার পর সাবেক ক্রিকেটার জহির খান ও অভিনেত্রী সাগরিকার ঘরেও এল নতুন সূর্য। পুত্রসন্তান ফতেহ সিং খান এর আগমনে উচ্ছ্বসিত এই তারকা দম্পতি।
-
মালভিকা রাজ ও প্রণব বাগ্গা: ‘কভি খুশি কভি গম’-এর ছোট্ট পু চরিত্রে যিনি একসময় দর্শকের মন জয় করেছিলেন, সেই মালভিকা রাজ এখন পূর্ণাঙ্গ অভিনেত্রী ও মা। ২৩ আগস্ট ২০২৫ জন্ম নেয় তাদের কন্যাসন্তান। দশেরা উৎসবের দিনে মালভিকা ও প্রণব প্রকাশ করেন সন্তানের নাম মাহারা। নবদম্পতির এই ছোট্ট পরিবারের ছবি মুহূর্তেই ভাইরাল হয়।
-
পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা: বলিউডের বুদ্ধিমতী অভিনেত্রী ও দিল্লির তরুণ রাজনীতিক-এই দুজনের ভালোবাসার গল্প এখন নতুন অধ্যায়ে। মাত্র দুই সপ্তাহ আগে পরিণীতি ও রাঘব হয়েছেন এক পুত্রসন্তানের মা-বাবা।
-
গওহর খান ও জায়েদ দারবার: অভিনেত্রী ও প্রযোজক গওহর খান আবারও মাতৃত্বের আনন্দে ভাসছেন। স্বামী জায়েদ দারবারের সঙ্গে তারা ২০২৫ সালে ঘোষণা করেছেন তাদের দ্বিতীয় সন্তানের জন্মের সুখবর। সামাজিক মাধ্যমে এই খবর প্রকাশ হতেই শুভেচ্ছায় ভরে যায় তাদের মন্তব্য বক্স।
-
ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল: সবশেষে ৭ নভেম্বর ২০২৫, আনন্দের ঝলক ছড়ালো পুরো বলিউডে। ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল জানালেন, তাদের ঘরে এসেছে এক পুত্রসন্তান।