জন্মদিনে জানুন নাগা চৈতন্যর জানা-অজানা সব
দক্ষিণ ভারতের চলচ্চিত্রজগতে এমন কিছু নাম আছে যারা চমক দিয়ে না, বরং স্থিরতা দিয়ে নিজেদের অবস্থান তৈরি করে। নাগা চৈতন্য সেই তালিকার সবচেয়ে উপরের দিকের একজন। তিনি এমন এক অভিনেতা, যিনি নিজের উপস্থিতি নিয়ে কখনোই অতিরিক্ত প্রচার চান না। তার অভিনয়ই হয়ে উঠুক তার পরিচয়, সেটাই যেন তার নীরব স্বপ্ন। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
অভিনয়ের প্রতি তার ভালোবাসা জন্মসূত্রে পাওয়া। বাবা নাগার্জুন, দাদা অক্কিনেনি নাগেশ্বর রাও দক্ষিণ ভারতীয় সিনেমার দুই দিকপাল। কিন্তু চৈতন্য পরিবারিক পরিচয়ের গায়ে ভর দিয়ে উপরে উঠতে চাননি। বরং নিজের দক্ষতা প্রমাণে কঠোর পরিশ্রমই ছিল তার প্রথম প্রতিজ্ঞা। বলা হয় বিখ্যাত পরিবারে জন্মালে সাফল্য পাওয়া সহজ, কিন্তু নিজস্ব পরিচয় তৈরি করা সবচেয়ে কঠিন। চৈতন্য সেই কঠিন কাজটিই করেছেন।
-
২০০৯ সালে জোশ ছবি দিয়ে অভিষেক। প্রথম ফিল্মেই তাকে দেখা যায় এক আবেগী, সংগ্রামী চরিত্রে। যদিও সিনেমা বড়সড় ব্যবসা করেনি, তবে একটি বিষয় পরিষ্কার হয়ে যায় চৈতন্য সিরিয়াস অভিনেতা হতে চান। তিনি সময়কে গুরুত্ব দেন, ভূমিকা বাছাই করেন চিন্তাভাবনা করে।
-
পরবর্তী কয়েক বছরে ইয়ে মায়া চেসাভে, মানম, প্রেমম, মজিলি, লাভ স্টোরিসহ একাধিক ছবিতে অভিনয় করে তিনি প্রমাণ করেন, পর্দায় তার উপস্থিতি যতটা শান্ত, অভিনয় ততটাই গভীর।
-
চৈতন্যকে প্রথমদিকে ‘রোমান্স হিরো’ বলা হলেও সময়ের সঙ্গে তিনি চরিত্রের বৈচিত্র্য বাড়াতে শুরু করেন। প্রেমভরা দৃষ্টি আর সংলাপের নরম টান যেমন দর্শককে মুগ্ধ করেছে, তেমনি পরবর্তী সময়ে অ্যাকশন–ড্রামায় তার দৃঢ় অভিনয় নতুন ধারা তৈরি করেছে।
-
চৈতন্য ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি কথা বলেন না। গণমাধ্যমের আলো এড়িয়ে থাকা তার স্বভাবগত। তবু তার ব্যক্তিত্বের এক বিশেষ দিক হলো সমতার মধ্যে থাকা। ক্যারিয়ার হোক বা সম্পর্ক, তিনি সবসময় পরিণত মন নিয়ে সিদ্ধান্ত নিতে চান।
-
সোশ্যাল মিডিয়ায় তিনি বড়সড় তারকা নন, কিন্তু যেটুকু শেয়ার করেন, তা ভক্তদের প্রতি তার আন্তরিকতার পরিচয়।
-
শুরুতে তিনি ক্যামেরার সামনে স্বচ্ছন্দ ছিলেন না। বন্ধুবান্ধবদের মাঝে হাসিখুশি চৈতন্য, ক্যামেরার সামনে দাঁড়ালে জড়সড় হয়ে যেতেন। অভিনয় শিখতে গিয়ে বহুবার ব্যর্থতা এসেছে। কিন্তু ঠিক সেই ব্যর্থতাগুলোই তাকে ধৈর্য ও পরিশ্রমের নতুন পাঠ শিখিয়েছে।
-
নাগা চৈতন্য আজ তেলেগু ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনয়শিল্পীদের একজন। কিন্তু তাকে আলাদা করে তুলে ধরে তার বিনয়। কোটি ভক্ত থাকলেও তিনি নিজেকে এখনো ‘শিখছি’ অবস্থায় রাখেন।
-
বর্তমানে তিনি বেশ কয়েকটি চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করছেন। ওয়েব সিরিজ, পিরিয়ড ড্রামা, অ্যাকশন থ্রিলার বিভিন্ন ক্ষেত্রেই তার পরীক্ষা চলছে। প্রতিটি চরিত্রই তাকে নতুন করে সংজ্ঞায়িত করছে।
-
নাগা চৈতন্য এমন এক অভিনেতা, যিনি আলোয় নয়, কাজের ভেতরেই নিজের জাদু খুঁজে পান। জন্মদিনে তাকে ঘিরে ভক্তদের শুভেচ্ছা যতই বাড়ুক, তিনি হয়তো আবারও চুপচাপ সেটে ফিরে যাবেন নতুন চরিত্রের ভেতর নিজেকে হারিয়ে ফেলতে।