শর্টসেই নতুন মায়া, ‘অপ্রতিরোধ্য’ বসলেডি তৃণা
বসলেডি ফ্যাশন মানেই যেন ফরমালের ভেতর লুকিয়ে থাকা এক চঞ্চল আধুনিকতা। কখনও শার্টবিহীন নির্ভার ভঙ্গি, কখনও আবার শর্টসের সাহসী স্পর্শ এই সমন্বয়ই নতুন মাত্রা দিয়েছে ট্রেন্ডটিকে। সেই ধারাতেই হাজির হয়েছেন অভিনেত্রী তৃণা সাহা। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
-
ফরমাল শার্ট-টাইয়ের সঙ্গে শর্টস মেলিয়ে তিনি তুলে এনেছেন এক অন্যরকম আভা। শুটের ক্যাপশনে নিজেকে ‘অপ্রতিরোধ্য’ বলে ঘোষণা করেছেন তিনি, আর তার প্রতিটি ফ্রেম সেই আত্মবিশ্বাসকেই আরও উজ্জ্বল করেছে।
-
তৃণার এই লুকটিকে এক্সিকিউটিভ ফরমালের মধ্যেও দেখা যায় স্টাইলের মসৃণ বৈচিত্র্য।
-
সাদা শার্টটি তিনি পরেছেন একদম সহজ-স্বস্তির ভঙ্গিতে। হাতা গুটানো, কলার খানিকটা খোলা আর টাইটি বেঁধেছেন ঢিলেঢালা ভঙ্গিতে। সার্বিক সাজের মূল ফোকাস হয়ে উঠেছে তার ফো লেদারের কালো শর্টস, যা পুরো লুককে দিয়েছে সাহসী অথচ পরিশীলিত একটি টুইস্ট।
-
মেকআপেও ছিলো সংযম; মুখে হালকা ব্লাশ, চোখে মাত্র সামান্য মাসকারা আর সফট আইশ্যাডো; ঠোঁটে ন্যুড-কমলা সেমিম্যাট লিপস্টিক।
-
বাড়তি অলঙ্কারের ঝলক না থাকলেও একটি স্টেটমেন্ট রিং সব নজর কাড়ার জন্য যথেষ্ট। তার কপারের ছোঁয়া মেশানো সফট কার্লস পুরো স্টাইলটিকে আরও উজ্জ্বল করে তুলেছে। ফরমাল আর সাহসী সফট-গ্ল্যাম মিশে তৈরি হয়েছে এক অনন্য ‘বসলেডি’ রূপ, যেটি সত্যিই তৃণাকে অপ্রতিরোধ্যভাবে সামনে নিয়ে এসেছে।