ভিনটেজ হলিউড গ্ল্যাম ছড়াচ্ছেন তারা সুতারিয়া
বলিউডে বোল্ডনেস ও এলিগ্যান্সের সুন্দর সমন্বয় বলতে প্রথম যে নামটি মনে পড়ে, তা নিঃসন্দেহে তারা সুতারিয়া। অল্প সময়েই অভিনয়, নাচ, মডেলিং সব ক্ষেত্রেই নিজের দক্ষতা প্রমাণ করেছেন তিনি। পাশাপাশি নিজের স্টাইল কোশেন্ট দিয়ে বারবার তাক লাগিয়েছেন ভক্তদের। এবার জন্মদিনে হাজির হলেন এমন এক লুকে, যা যেন সময়ের সীমানা পেরিয়ে ভেসে আসে পুরোনো হলিউডের সোনালি যুগ থেকে। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
তার সাম্প্রতিক লুকে ঝরে পড়েছে ভিনটেজ হলিউড গ্ল্যামের আভা। ঝলমলে ক্রিস্টাল, মুক্তার নরম দীপ্তি আর বডিকন সিলুয়েট-সব মিলে দৃষ্টির দখল নেবার মতো এক সাজে ধরা দিয়েছেন এই জেনজি ডিভা। জন্মদিনের পার্টিতে তিনি বেছে নিয়েছিলেন ইউসুফ আলজাসমির আইকনিক ওত কুতুর ২০২২-২৩ কালেকশনের এক শিল্পিত মিডি ড্রেস।
-
শিয়ার ন্যুড ফ্যাব্রিকের ওপর মুক্তা ও ক্রিস্টালের সূক্ষ্ম বিডওয়ার্ক যেন পুরো পোশাকটিকে করে তুলেছে চলমান এক শিল্পকর্ম। ড্রেসটির সবচেয়ে মুগ্ধকর অংশ মুক্তার নিখুঁত নকশা, যা প্রতিটি ভঙ্গিতে দিচ্ছিল নতুন মাত্রা। তার সঙ্গে মিলিয়ে তৈরি আর্ম-লেংথ গ্লাভস, ক্রিস্টাল আর মুক্তার চকমকে সাজে এই লুকটিকে আরও রাজকীয় করে তোলে। যেন ১৯৫০-এর হলিউড তারকাদের কোনো গালা নাইট থেকে উঠে এসেছেন তিনি।
-
চুল বাধা হয়েছে স্মার্ট স্লিক-বেনে, যেখানে আধুনিকতার ছোঁয়া মিলেছে নস্টালজিক এলিগ্যান্সে।
-
মেকআপেও ছিল একই রকম নান্দনিক সংযম; চোখে শিমারির হালকা খেলা, তীক্ষ্ণ উইংড লাইনার, ঠোঁটে গ্লসি ন্যুড টোন, গালে কোমল ব্লাশ আর হাইলাইটারের নিভৃত জৌলুস।
-
পুরো মেকআপই পোশাকের ঝলককে আরও উজ্জ্বল করে তুলেছে। কারণ পোশাকটাই যখন অলংকার, তখন গয়নায় এসেছে মিনিমালিজম। শুধু কানে ছোট্ট হীরার ফ্লোরাল স্টাড যা লুকটিকে দিয়েছে পরিপক্ব স্নিগ্ধতা।
-
এবারও তার স্টাইলিংয়ে ম্যাজিক ছড়িয়েছেন সেলিব্রিটি স্টাইলিস্ট তানিয়া ঘাবরি। তার নিখুঁত নজর ও সংযত সৌন্দর্যবোধের ছোঁয়ায় তারার জন্মদিনের লুকে মিলেছে পুরোনো হলিউডের চার্ম আর আজকের গ্ল্যামার জগতের সমকালীন ঝকঝকে আবেদন।