ড. আস্টানা থেকে গুরু ভাইরাস, বোমান ইরানির রঙিন চরিত্রভুবন
বলিউডে এমন কিছু অভিনেতা আছেন, যাদের উপস্থিতি চলচ্চিত্রের গতি বদলে দেয়। গল্প এগিয়ে যাক কিংবা স্থির থাকুক, তারা পর্দায় এলেই দৃশ্য জীবন্ত হয়ে ওঠে। বোমান ইরানি সেই বিরল শিল্পীদের একজন, যিনি চরিত্রের ধরন নয়, চরিত্রের প্রাণ নির্মাণে বিশ্বাস করেন। কখনো উগ্র অথচ হাস্যকর ড. আস্টানা, কখনো আবার হিসেবি গুরু ভাইরাস; এ দু’টির মধ্যকার বিস্তর ব্যবধানকে তিনি অনায়াসে পেরিয়ে গেছেন অভিনয়ের নিখুঁততায়। বৈচিত্র্যময় চরিত্রচয়ন, গভীর পর্যবেক্ষণ আর অভিনয়শিল্পের প্রতি অগাধ নিষ্ঠা তাকে বলিউডে প্রতিষ্ঠিত করেছে এক বহুরূপী ও বহুমাত্রিক অভিনেতা হিসেবে। তার জন্মদিনে ফিরে দেখা যায় সেই রঙিন চরিত্রভুবন, যা প্রতিবার নতুন করে বিস্মিত করে দর্শকদের। ছবি: অভিনেতার ফেসবুক থেকে
-
অনেকেই ভাবেন বোমান ইরানি জন্ম থেকেই অভিনেতা। কিন্তু সত্যিটা পুরোই উল্টো। তার যাত্রা শুরু হয়েছিল ক্যামেরার পেছনে একজন ফটোগ্রাফার হিসেবে। কঠিন সময়ের সংসার, মায়ের ছোট্ট বেকারি সামলানো, আর তার ফাঁকে ফাঁকে মানুষের মুখচ্ছবি ধরে রাখা এই ছিল তার প্রথম জীবনের গল্প।
-
ফটোগ্রাফি তাকে শিখিয়েছে মানুষের অভিব্যক্তি পড়তে, পরিস্থিতির আলোছায়া বুঝতে আর নিঃশব্দ পর্যবেক্ষণে জীবনবোধ খুঁজে নিতে। পরে যখন তিনি অভিনয়কে পেশা হিসেবে নিলেন, তখন সেই পর্যবেক্ষণই হয়ে উঠল তার শক্তি।
-
চলচ্চিত্রে আসার বহু আগে থেকেই তিনি ছিলেন থিয়েটারের মানুষ। মঞ্চে চরিত্রের গভীরে ঢুকে যাওয়ার যে সুযোগ, তা তাকে ক্রমে পরিণত করে এক বহুমাত্রিক শিল্পীতে। থিয়েটারের নিয়মানুবর্তিতা, সংলাপের নিখুঁত উচ্চারণ, চরিত্রের ছন্দ এসবই পরবর্তীতে তার সিনেমার প্রতিটি চরিত্রে বিশেষ মাত্রা যোগ করেছে।
-
২০০৩ সালে মুন্না ভাই এমবিবিএস-এ ড. আস্টানা চরিত্রে তার প্রবেশ ছিল ঝড়ের মতো। একদিকে কঠোর অথচ হাস্যকর, অন্যদিকে দৃশ্যের ভিতর লুকিয়ে থাকা মানবিকতা বোমান এমনভাবে চরিত্রটিকে ফুটিয়ে তুলেছিলেন যে দর্শক তাকে ভুলতেই পারেননি।
-
এরপর লাগে রহো মুন্না ভাই, ডন, থ্রি ইডিয়টস, হাউসফুল, জলি এলএলবি কিংবা ওয়েলকাম টু সাজনপুর প্রতিটি কাজেই তিনি প্রমাণ করেছেন, বড় বা ছোট চরিত্র কোনোটাই তার কাছে ‘শুধু অভিনয়’ নয়।
-
বোমান ইরানির আরও এক শক্তি তার কণ্ঠস্বর। গভীর, ভারী, অথচ এক অদ্ভুত মায়ায় ভরা। ডাবিং কিংবা ভয়েস অ্যাক্টিং যেখানে প্রয়োজন, সেখানেই তিনি নিজের উপস্থিতি আলাদা করে দৃশ্যমান করতে পারেন। তার কণ্ঠের সুরে আছে নাটকের আবহ, সিনেমার তাল আর জীবনের মসৃণ বাস্তবতা যা তাকে অন্যদের থেকে আলাদা করে দেয়।
-
সমসাময়িক অনেক অভিনেতা যখন বাণিজ্যিক চরিত্রে বেশি ঝোঁক দেখান, তখন বোমান ইরানি বেছে নেন এমন চরিত্র যেগুলো গল্পের ভেতর দাঁড়িয়ে নতুন মাত্রা তৈরি করতে পারে। ভিলেন, কমেডিয়ান, মেন্টর, ব্যবসায়ী, ডাক্তার, এমনকি সাধারণ গৃহস্থ মানুষ যে ভূমিকাই হোক, তিনি চরিত্রটিকে নিজের ভেতর এমনভাবে গেঁথে নেন, যেন সেটাই তার জীবনের পরিচয়।
-
জীবনের সংগ্রাম তাকে নম্র করেছে। সাফল্য তাকে অহংকারী নয়; করেছে আরও পরিণত। পরিবার, কাজ, মানুষের প্রতি শ্রদ্ধাবোধ সব মিলিয়ে তিনি ভেতরে ভেতরে নির্মাণ করেছেন এক শান্ত, দৃঢ় চরিত্র।
-
আজকের দিনে যখন সেলেব্রিটির সংজ্ঞা ভিন্ন পথে ছুটে চলে, তখন বোমান ইরানি এক বিরল উদাহরণ সরলতায় যিনি বড়, শিল্পে যিনি আরও বড়।