অভিনয়ের ভেতর সত্য খোঁজার এক অনন্য নাম কঙ্কনা
ভারতীয় চলচ্চিত্রজগতে এমন কিছু অভিনেত্রী আছেন, যাদের কাজ নিয়ে আলোচনা শুরু হলেই ‘বাণিজ্যিক জনপ্রিয়তা’ নয়, বরং ‘শিল্পমান’ শব্দটাই প্রথমে আসে। কঙ্কনা সেন শর্মা সেই তালিকার সবচেয়ে উজ্জ্বল নামগুলোর একটি। আজ তার জন্মদিন। এই দিনে তাকে নিয়ে কথা বলতে গেলে প্রথমেই মনে পড়ে যায় তার অভিনয় কখনো চমক দেখানোর চেষ্টা করে না, বরং চরিত্রের ভিতরকার সত্যটাকে নিখুঁতভাবে তুলে ধরে। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে
-
মঞ্চনাটকের ঐতিহ্যে বেড়ে ওঠা কঙ্কনার জীবন যেন সিনেমার জন্যই প্রস্তুত ছিল। কিন্তু তিনি বেছে নিয়েছেন কঠিন পথ। যে পথে গল্পই নায়ক আর চরিত্রই মূল পরিচয়। কঙ্কনার অভিনয় তাই কখনো গ্ল্যামারে মোড়ানো নয়, বরং ভীষণ বাস্তব ও মানবিক।
-
মি. অ্যান্ড মিসেস আইয়ার, পেজ থ্রি, ওয়েক আপ সিড, লিপস্টিক আন্ডার মাই বুরখা, তলওয়ার, এ ডেথ ইন দ্য গঞ্জ- প্রতিটি সিনেমায় তিনি এমনভাবে চরিত্রে মিশে গেছেন যে দর্শক বুঝে উঠতেই পারেন না কোথায় শেষ কঙ্কনা, কোথা থেকে শুরু চরিত্র।
-
সমসাময়িক বলিউড যখন ফর্মুলার সিনেমায় ডুবে ছিল, তখন কঙ্কনা উঠে আসেন ভিন্নধারার শক্ত অভিনেত্রী হিসেবে। তিনি কখনোই জনপ্রিয়তার লোভে চরিত্র বাছেননি, বরং সেই চরিত্রই বাছেন যা মানুষের ভেতরের অগোছালো ভাব, ভাঙচুর, হতাশা, সাহস, দৃঢ়তা সব একসঙ্গে তুলে ধরে। তার অভিনয়ে কোনো বাড়াবাড়ি নেই, আছে নিখাদ অনুভূতির প্রকাশ। এটাই তাকে আলাদা করে।
-
কঙ্কনা শুধু পর্দার অভিনেত্রী নন, পর্দার পেছনেও তিনি এক শক্তিশালী নির্মাতা। তার পরিচালিত ‘এ ডেথ ইন দ্যা গুঞ্জ’ আধুনিক ভারতীয় সিনেমার নতুন সংবেদনশীল ভাষা তৈরি করেছে। চরিত্রের নীরবতার ভাষা, অপরাধবোধ, বিষণ্নতা এসবকে তিনি এত সূক্ষ্মভাবে ধরেছেন যে দর্শক যেন গল্পের ভেতরই হারিয়ে যান। একজন অভিনেত্রী থেকে পরিচালকের যাত্রা, কঙ্কনা দেখিয়েছেন কীভাবে সৃজনশীলতা একদিকে সীমাবদ্ধ থাকে না।
-
বলিউডে নারী চরিত্র বহুবারই ক্লিশে হয়ে উঠেছে। কিন্তু কঙ্কনার কাজগুলো ভাঙন ধরিয়েছে সেই প্রচলিত কাঠামোতে। তার চরিত্রগুলো স্বাধীন, চিন্তাশীল, অসম্পূর্ণ কিন্তু বাস্তব। তিনি নারীকে ‘দর্শনীয় বস্তু’ হিসেবে নয়, বরং গল্পের চালিকাশক্তি হিসেবে দেখান।
-
খ্যাতনামা অভিনেত্রী অপর্ণা সেনের মেয়ে কঙ্কনা হলেও নিজের জায়গা তিনি নিজ প্রতিভায় গড়ে তুলেছেন। কখনো ছায়ায় থাকেননি, বরং নিজস্ব আলোয় হাঁটেন। অপর্ণা সেনের মতোই তিনি গল্প বলেন নিঃশব্দ শক্তিতে, চরিত্রের অনুভূতিকে সামনে রেখে।
-
কারণ তিনি মনে করিয়ে দেন সিনেমা কেবল বিনোদন নয়; এটি সমাজ, সম্পর্ক আর মানুষের ভেতরের অজানা অন্ধকার দেখার একটি মাধ্যম। কঙ্কনা সেই গভীরতাকে সম্মান করেন আর প্রতিটি অভিনয়ে সেটাকে তুলে আনেন। ভারতীয় সমসাময়িক সিনেমায় গ্রেস, সরলতা আর শিল্পবোধের যে ভারসাম্য দেখা যায় তার অন্যতম স্থপতি কঙ্কনা সেন শর্মা।