যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেই সেরা ম্যাডিসন
প্রকাশিত: ০১:০০ পিএম, ০৩ মার্চ ২০২৫
আপডেট: ০১:০০ পিএম, ০৩ মার্চ ২০২৫
‘আনোরা’য় তরুণ যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করে ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন মার্কিন অভিনেত্রী মাইকি ম্যাডিসন। ছবি: এএফপি ও সোশ্যাল মিডিয়া
-
২৫ বছর বয়সে জটিল একটি চরিত্রে অভিনয় করে সফল এই নায়িকা।
-
পরিচালক শন বেকারের সিনেমা ‘আনোরা’ জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ম্যাডিসন।
-
কুখ্যাত রাশিয়ান গ্যাংস্টারের ছেলে এক স্ট্রিপ ড্যান্সারের প্রেমে পড়ে। দুজন বিয়ে করে, কিন্তু সেই গ্যাংস্টার বিয়ে মেনে নেয় না। এমন গল্প নিয়ে শন বেকারের সিনেমা ‘আনোরা’।
-
এ সিনেমায় অভিনয় নিয়ে এর আগের ভ্যারাইটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে ম্যাডিসন বলেছিলেন, ‘শুরুতে আমি শারীরিক চ্যালেঞ্জটিকেই গুরুত্ব দিয়েছিলাম। কারণ, চরিত্রটি ছিল একজন ড্যান্সারের।’