জেফ বেজোসের বিয়েতে নজর কাড়লেন লরেন, কিম, কাইলি ও ইভাংকা
জল্পনার পর্দা সরে গেছে। বহুল প্রতীক্ষিত বিয়ের মঞ্চে অবশেষে আবির্ভাব ঘটেছে লরেন সানচেজের। বিশ্বের অন্যতম ধনকুবের, অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সঙ্গে প্রেমের গল্প এবার বাঁধা পড়ছে আনুষ্ঠানিক বন্ধনে। ভেনিসের প্রাচীন সৌন্দর্য আর নৌকাবিহারকে সাক্ষী রেখে শুরু হলো তাদের বিয়ের রাজসিক আয়োজন। রাজকীয় এই আয়োজনে ফ্যাশনের প্রদর্শনীতে একা ছিলেন না লরেন। তাকে ঘিরেই যেন ভেনিসে এক জমকালো স্টাইল সামিট বসেছিল। অতিথিদের তালিকায় ছিলেন কিম কার্ডাশিয়ান, কাইলি জেনার আর ইভাংকা ট্রাম্প যারা প্রত্যেকেই নিজেদের লুক ও উপস্থিতি দিয়ে আলো কেড়ে নিয়েছেন অনায়াসে। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
হবু বধূ লরেন যেন নিজেই এক উৎসব। স্ক্যাপারেল্লির মেটালিক স্ট্র্যাপলেস গাউনে তিনি ছিলেন অভিজাত গ্ল্যামারের জীবন্ত প্রতিমা।
-
তার আত্মবিশ্বাসী হাঁটা, মোহময় হাসি আর দুর্দান্ত স্টাইল যেন বলে দিচ্ছিল-এই দিনের আলো তাকেই ঘিরে।
-
তবে ফ্যাশনের প্রদর্শনীতে একা ছিলেন না লরেন। তাকে ঘিরেই যেন ভেনিসে এক জমকালো স্টাইল সামিট বসেছিল। অতিথিদের তালিকায় ছিলেন কিম কার্ডাশিয়ান, কাইলি জেনার আর ইভাংকা ট্রাম্পসহ আরও অনেকে-যারা প্রত্যেকেই নিজেদের লুক ও উপস্থিতি দিয়ে আলো কেড়ে নিয়েছেন অনায়াসে।
-
কিম এসেছিলেন তার স্বভাবসিদ্ধ বোল্ড লুকে, যেখানে আধুনিকতা আর গ্ল্যামার মিশে এক অনন্য কম্বিনেশন তৈরি করেছিল।
-
সাদা-চকলেট প্রিন্টের ড্রেসে হাজির হয়েছিলেন অপরাহ উইনফ্রে।
-
কাইলির পোশাকে ছিল ট্রেন্ড আর সাহসী ফ্যাশনের ছাপ।
-
ইভাংকা বেছে নিয়েছিলেন রুচিশীল, অথচ রাজকীয় একটি লুক-যা তার ব্যক্তিত্বের সঙ্গে পুরোপুরি মানানসই।
-
অল ব্ল্য্যাক লুকে ক্যামেরাবন্দি হয়েছেন ক্রিস জেনার।
-
কালো ব্রালেট ও প্যান্টের বোল্ড লুকে নজর কেড়েছেন কাইলি জেনার। সঙ্গে ছিল তার সন্তানরা।
-
রাফল্ড বো-যুক্ত ধূসর গাউনে মুগ্ধতা ছড়ালেন ইতালিয়ান মডেল ভিত্তোরিয়া সেরেটি।