জেফ বেজোসের বিয়েতে নজর কাড়লেন লরেন, কিম, কাইলি ও ইভাংকা

প্রকাশিত: ০৫:১৭ পিএম, ৩০ জুন ২০২৫ আপডেট: ০৫:১৭ পিএম, ৩০ জুন ২০২৫

জল্পনার পর্দা সরে গেছে। বহুল প্রতীক্ষিত বিয়ের মঞ্চে অবশেষে আবির্ভাব ঘটেছে লরেন সানচেজের। বিশ্বের অন্যতম ধনকুবের, অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সঙ্গে প্রেমের গল্প এবার বাঁধা পড়ছে আনুষ্ঠানিক বন্ধনে। ভেনিসের প্রাচীন সৌন্দর্য আর নৌকাবিহারকে সাক্ষী রেখে শুরু হলো তাদের বিয়ের রাজসিক আয়োজন। রাজকীয় এই আয়োজনে ফ্যাশনের প্রদর্শনীতে একা ছিলেন না লরেন। তাকে ঘিরেই যেন ভেনিসে এক জমকালো স্টাইল সামিট বসেছিল। অতিথিদের তালিকায় ছিলেন কিম কার্ডাশিয়ান, কাইলি জেনার আর ইভাংকা ট্রাম্প যারা প্রত্যেকেই নিজেদের লুক ও উপস্থিতি দিয়ে আলো কেড়ে নিয়েছেন অনায়াসে। ছবি: ইনস্টাগ্রাম থেকে