ভুল পথে হাঁটা তারুণ্যের প্রতিচ্ছবি, কিন্তু ফিরে আসাও শেখায় লিন্ডসে

প্রকাশিত: ১২:০৭ পিএম, ০২ জুলাই ২০২৫ আপডেট: ১২:০৭ পিএম, ০২ জুলাই ২০২৫

কখনও ছিলেন হলিউডের উজ্জ্বলতম টিন তারকা, কখনও বা বিতর্কের কেন্দ্রবিন্দু। মাদক, আইনি জটিলতা, প্রেম-বিচ্ছেদ আর আত্মসংঘাতের গল্পে ভরা তার তারুণ্য, যেন হারিয়ে যাওয়ার আরেক নামই ছিল লিন্ডসে লোহান। অথচ সময়ের স্রোতে সেই হারিয়ে যাওয়া মুখই আজ এক শান্ত, পরিণত নারীর প্রতিচ্ছবি।লিন্ডসের গল্পটা শুধুই একজন অভিনেত্রীর উত্থান-পতনের নয়, এটি এক পুরো প্রজন্মের গল্প; যেখানে তরুণ বয়সের ভুল যেমন বাস্তব, তেমনি ফিরে আসার সাহসও সম্ভব। আজ তার জন্মদিনে ফিরে দেখা যাক সেই জীবনপথ, যেখানে প্রত্যাবর্তনই হয়ে উঠেছে সবচেয়ে বড় অর্জন। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে