প্রতিভায় ভরপুর এক প্রাণচঞ্চল নায়িকা আনা কেন্ড্রিক
হলিউডের ঝলমলে দুনিয়ায় অসংখ্য তারার ভিড়ের মধ্যেও কিছু নক্ষত্র আছে, যাদের আলাদা উজ্জ্বলতা প্রথম দেখাতেই চোখে পড়ে। আনা কেন্ড্রিক ঠিক তেমনই একজন। ছোট্ট গড়ন, প্রাণবন্ত উপস্থিতি, অসাধারণ অভিনয় দক্ষতা আর মধুর কণ্ঠস্বর সব মিলিয়ে তিনি যেন এক জীবন্ত আনন্দের প্রতিচ্ছবি। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
১৯৮৫ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডে তার জন্ম। মাত্র ১২ বছর বয়সে ‘হাই সোসাইটি’ নাটকের মাধ্যমে ব্রডওয়ে মঞ্চে তার অভিষেক হয়, যা তাকে এনে দেয় টনি অ্যাওয়ার্ডের মনোনয়ন। এত অল্প বয়সে এমন স্বীকৃতি তার প্রতিভার প্রথম স্বাক্ষর হয়ে যায়।
-
মঞ্চের আলো থেকে রুপালি পর্দায় আসা আনার জন্য ছিল সময়ের ব্যাপার মাত্র। ‘আপ ইন দ্যা এয়ার’ ছবিতে জর্জ ক্লুনির বিপরীতে দুর্দান্ত অভিনয় তাকে এনে দেয় অস্কারের মনোনয়ন। তবে তার জনপ্রিয়তার শীর্ষে পৌঁছানোর বড় ধাপ ছিল ‘পিচ পারফেক্ট’ সিরিজ, যেখানে অভিনয়ের পাশাপাশি গানেও মুগ্ধ করেছেন তিনি। ‘কাপস’ গানটি শুধু সিনেমাতেই নয়, বিশ্বজুড়ে একসময় ভাইরাল হয়ে ওঠে।
-
আনা কেন্ড্রিককে এক কথায় সংজ্ঞায়িত করা কঠিন। রোমান্টিক কমেডি হোক, সঙ্গীতনির্ভর চলচ্চিত্র হোক বা থ্রিলার প্রতিটি চরিত্রেই তিনি নতুন কিছু এনে দেন।
-
তার অভিনয়ে থাকে এক ধরনের সহজাত স্বচ্ছতা, যা দর্শককে চরিত্রের সঙ্গে তাত্ক্ষণিকভাবে যুক্ত করে।
-
ক্যামেরার সামনে আনা যেমন উজ্জ্বল, ক্যামেরার বাইরে তিনি তেমনি সহজ-সরল আর রসিক।
-
খোলামেলা স্বভাব, তীক্ষ্ণ রসবোধ আর নিজেকে নিয়ে নির্দ্বিধায় কথা বলার ক্ষমতা তাকে করে তুলেছে ভক্তদের আরও কাছের মানুষ।
-
সামাজিক মাধ্যমে তার সরল অথচ মজাদার পোস্টগুলোও ভক্তদের কাছে বিশেষ প্রিয়।