গ্ল্যামারের বাইরে এক জেদি মেয়ে জেনিফার লরেন্স

প্রকাশিত: ১০:৫৭ এএম, ১৫ আগস্ট ২০২৫ আপডেট: ১০:৫৭ এএম, ১৫ আগস্ট ২০২৫

তাকে প্রথম দেখায় মনে হতে পারে আর দশজন হলিউড সুপারস্টারের মতোই চকমকে, হাস্যোজ্জ্বল এক নারী। কিন্তু ক্যামেরার পেছনের জেনিফার লরেন্স যেন একেবারেই ভিন্ন এক চরিত্র। তিনি কেবল রেড কার্পেটে হাঁটার জন্য তৈরি হননি। তৈরি হয়েছেন লড়াইয়ের জন্য সিনেমার সেটে, সমাজের রক্ষণশীল ভাবনায় আবার নিজের মনের ভেতরের দ্বিধাগুলোর বিপরীতেও। আজ তার জন্মদিনে যখন তাকে নিয়ে সারা দুনিয়ায় আলোচনা করে, তখন একটু ভিন্ন চোখে দেখা যাক এই ব্যতিক্রমী তারকাকে। ছবি: ইনস্টাগ্রাম থেকে