দ্য ক্রাউনের রানি থেকে হলিউড তারকা, জানুন সব রহস্য
রাজকীয় আভিজাত্য থেকে পর্দার গ্ল্যামার-এই পথচলা সহজ নয়। তবু এলিজাবেথ ডেবিকি তা করে দেখিয়েছেন নিজের অভিনয় দক্ষতা, ব্যক্তিত্ব আর অনন্য স্টাইল দিয়ে। নেটফ্লিক্সের আলোচিত সিরিজ দ্য ক্রাউন-এ প্রিন্সেস ডায়ানার চরিত্রে অভিনয়ের পর তিনি শুধু আলোচনায় আসেননি, বরং দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। আজ তিনি শুধু ব্রিটিশ রাজকীয়তার প্রতিচ্ছবি নন, হলিউডের পর্দায়ও এক উজ্জ্বল নাম। কীভাবে এই দীর্ঘ যাত্রা শুরু হয়েছিল? কোথায় তার সাফল্যের শিখর, আর কোথায় রয়েছে বিতর্কের ছায়া? ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
১৯৯০ সালের এই দিনে ফ্রান্সের প্যারিস শহরে তার জন্ম। অভিনেত্রীর বাবা-মা দুজনেই ছিলেন ব্যালে নৃত্যশিল্পী। পেশার সূত্রে নাচের প্রতি তাদের গভীর ভালোবাসা ছোটবেলা থেকেই পরিবারের পরিবেশে ছড়িয়ে ছিল।
-
এলিজাবেথের বাবা ছিলেন পোলিশ বংশোদ্ভূত এবং মা আইরিশ বংশোদ্ভূত। শৈশবে পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ায় চলে আসেন তিনি, যেখানে কাটিয়েছেন তার গঠনমূলক বছরগুলো।
-
অস্ট্রেলিয়ার মেলবোর্নে বেড়ে ওঠার সময় থেকেই এলিজাবেথের মধ্যে ছিল শিল্পকলা নিয়ে এক অদ্ভুত আকর্ষণ। শুরুতে তিনি ব্যালে নাচ শিখতে থাকেন, কিন্তু পরবর্তীতে নিজের উচ্চতা (৬ ফুট ৩ ইঞ্চি) ও শারীরিক গড়নের কারণে বুঝতে পারেন নাচের তুলনায় অভিনয়ই হবে তার স্বাভাবিক গন্তব্য।
-
পড়াশোনার পাশাপাশি তিনি থিয়েটারে অংশগ্রহণ করতে শুরু করেন এবং ধীরে ধীরে অভিনয়ের প্রতি ঝোঁক তৈরি হয়।
-
এলিজাবেথের অভিনয়জীবন শুরু হয় মেলবোর্নের ভিক্টোরিয়ান কলেজ অব দ্য আর্টস থেকে প্রশিক্ষণ নেওয়ার মাধ্যমে। সেখান থেকেই তিনি পেশাদার অভিনয়ে পদার্পণ করেন।
-
২০১১ সালে মুক্তিপ্রাপ্ত অস্ট্রেলিয়ান ফিল্ম ‘ এ ফিউ বেস্ট ম্যান’ এ ছোট একটি চরিত্রের মাধ্যমে বড় পর্দায় তার যাত্রা শুরু হয়।
-
তবে ২০১৩ সালের ‘দ্যা গ্রেট গেটসবাই’ ছবিতে জর্ডান বেকারের চরিত্রে অভিনয় করে তিনি আলোচনায় আসেন। তার লম্বা গড়ন, শার্প লুক এবং সাবলীল অভিনয় দর্শক ও সমালোচকদের নজর কাড়ে।
-
এরপর একে একে ‘উইডোজ’, ‘দ্যা ম্যান ফ্রম ইউ.এন.সি.এল.ই’ এবং ক্রিস্টোফার নোলানের ‘টেন্ট’ এ অসাধারণ অভিনয় করে হলিউডে নিজের অবস্থান দৃঢ় করেন।
-
এলিজাবেথ ডেবিকির ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্ত আসে নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘দ্য ক্রাউন’ এ প্রিন্সেস ডায়ানার চরিত্রে অভিনয়ের মাধ্যমে।
-
ডায়ানার চরিত্রে অভিনয় করা যে কোনো অভিনেত্রীর জন্য বড় চ্যালেঞ্জ, কারণ বাস্তব জীবনের রাজকুমারী ছিলেন এক বিশ্বব্যাপী আইকন। এলিজাবেথ ডেবিকি শুধু এই চরিত্রে নিজেকে মানিয়ে নিয়েছেন তাই নয়, ডায়ানার ভঙ্গিমা, চোখের ভাষা, কণ্ঠের টোন পর্যন্ত নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন।
-
তার অভিনয়ের জন্য তিনি অসংখ্য প্রশংসা কুড়িয়েছেন এবং দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অনেকে মনে করেন, এলিজাবেথের অভিনয় প্রিন্সেস ডায়ানার প্রতি সম্মান প্রদর্শনের সবচেয়ে সুন্দর উপায় হয়ে উঠেছে।
-
দ্য ক্রাউনের সাফল্যের আগে থেকেই এলিজাবেথ হলিউডে শক্ত অবস্থান গড়ে তুলেছিলেন। ‘দ্য গ্রেট গেটসবাই’ এর পর ‘টেন্ট’ এ তার অভিনয় বিশেষভাবে আলোচিত হয়।
-
এছাড়া ‘গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি ভলিউম টু’ এ অ্যায়েশা চরিত্রে তার পারফরম্যান্সও ভক্তদের মাঝে ব্যাপক জনপ্রিয় হয়। বর্তমানে তিনি একাধিক বিখ্যাত পরিচালকের সঙ্গে কাজ করছেন এবং তাকে নিয়ে হলিউডে প্রত্যাশার কমতি নেই।
-
এলিজাবেথের অন্যতম শক্তি তার বহুমাত্রিক অভিনয় দক্ষতা। চরিত্রের গভীরতা বোঝা এবং বাস্তবতার সঙ্গে তা মেলানোর ক্ষমতা তাকে সমসাময়িক অভিনেত্রীদের মধ্যে আলাদা করে তোলে।
-
যদিও এলিজাবেথ ডেবিকি আলোচনায় থাকেন অভিনয় ও স্টাইলের জন্য, তবু সমালোচনার মুখেও পড়েছেন কিছু ক্ষেত্রে। অনেকে মনে করেন, তার অভিনয়ে কখনও কখনও আবেগের ঘাটতি থেকে যায়। বিশেষ করে ‘টেন্ট’ নিয়ে এমন মন্তব্য উঠেছিল।
-
আবার কিছু সমালোচক বলেন, তার সৌন্দর্য ও উচ্চতা মাঝে মাঝে চরিত্রের সীমাবদ্ধতা তৈরি করে দেয়। তবে দর্শক ও ইন্ডাস্ট্রির বড় অংশের মতে, এই মন্তব্যগুলো তার অভিনয় দক্ষতার তুলনায় গুরুত্বহীন।
-
এলিজাবেথ নিজেও এসব সমালোচনাকে গঠনমূলকভাবে গ্রহণ করেন এবং প্রতিটি প্রজেক্টে নিজেকে নতুনভাবে প্রমাণ করেন। তার প্রফেশনাল আচরণ এবং চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা তাকে ভবিষ্যতের বড় তারকাদের সারিতে রেখেছে।
-
প্রিন্সেস ডায়ানার চরিত্রে অভিনয় করে এলিজাবেথ ডেবিকি শুধু নিজের ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেননি, বরং প্রমাণ করেছেন দীর্ঘ অভিনয়জীবনে তিনি আরও বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত।
-
দ্য ক্রাউনের রানি থেকে হলিউড তারকা হয়ে ওঠা এই অভিনেত্রী নিঃসন্দেহে আগামী দিনগুলোতে আরও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবেন।