টেইলর সুইফটের জানা-অজানা সব চমকপ্রদ তথ্য
টেইলর সুইফট এমন এক নাম, যাকে ঘিরে তৈরি হয়েছে অসংখ্য রেকর্ড, অগণিত ভক্ত আর অজস্র আলোচনার ঝড়। শুধু গানের জন্যই নয়, ব্যক্তিত্ব ও অনন্য জীবনযাপনের জন্যও তিনি সমানভাবে আলোচিত। কান্ট্রি গানের ছোট্ট মঞ্চ থেকে শুরু করে বিশ্বসেরা পপ আইকনে পরিণত হওয়ার এই যাত্রায় লুকিয়ে আছে অনেক জানা-অজানা তথ্য। সাফল্যের মঞ্চের আলোয় আমরা তাকে দেখি, কিন্তু তার জীবনের অদেখা অধ্যায়গুলো কৌতূহল জাগায় সবার মধ্যে। আজ জেনে নিন টেইলর সুইফটের সম্পর্কে এমন ২০টি চমকপ্রদ তথ্য, যা হয়তো আপনার কাছে একেবারেই নতুন। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
-
১৯৮৯ সালের ১৩ ডিসেম্বর পেনসিলভানিয়ার ওয়েস্ট রিডিং-এ অভিনেত্রীর জন্ম। সে সময় তার পরিবার ছিল ক্রিস্টমাস ট্রি ফার্মে বসবাস করত-যেখানে শীতে ব্যস্ততা, গ্রীষ্মে ন্যাশভিলে স্বপ্নের গান লেখা আর সুরের সঙ্গে মিশা ফার্মের গন্ধ, সেই স্মৃতি আজও তার গানে জীবন্ত।
-
মাত্র ১২ বছর বয়সে একজন কম্পিউটার রিপেয়ার টেকনিশিয়ানের কাছ থেকে গিটার শেখেন তিনি। ছোটবেলায় নিজেই গান লিখে সুর মেলাতে শুরু করেন।
-
২০০৬ সালে মুক্তি পাওয়া তার প্রথম অ্যালবামের নাম ছিল টেইলর সুইফট। এর মাধ্যমেই তিনি কান্ট্রি মিউজিকের জগতে সাড়া ফেলেন।
-
২০০৯ সালে ‘ফেয়ারলেস’ অ্যালবামের জন্য মাত্র ২০ বছর বয়সে গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী হন টেইলর, যা সে সময়ের ইতিহাসে অন্যতম কনিষ্ঠ জয়।
-
টেইলর অসংখ্যবার গোপনে ভক্তদের সহায়তা করেছেন। কখনো টিউশন ফি, কখনো চিকিৎসার খরচ-নিজে জানিয়ে না করেই সাহায্য করার জন্য তিনি বিখ্যাত।
-
গায়িকা হওয়ার পাশাপাশি তিনি অভিনয় করেছেন কয়েকটি সিনেমায়, যেমন-ভ্যলেইন্টাইনস ডে এবং দ্য গিভার।
-
ভক্তদের সঙ্গে যোগাযোগের জন্য টেইলর এক বিশেষ শব্দভাণ্ডার তৈরি করেছেন। ভক্তরা একে বলে ‘সুইফস ল্যাঙ্গুইজ’।
-
মাস্টার রেকর্ডিং রাইটস হারানোর পর টেইলর সাহসী সিদ্ধান্ত নিয়ে নিজ অ্যালবামগুলো নতুন করে রেকর্ড করেন, যা সংগীত জগতে বড় দৃষ্টান্ত স্থাপন করেছে।
-
জো জোনাস থেকে শুরু করে জো অ্যালউইন পর্যন্ত, টেইলরের প্রেমজীবন সবসময় আলোচনায়।
-
সম্প্রতি এনএফএল তারকা ট্র্যাভিস কেলসের সঙ্গে তার সম্পর্ক গ্লোবাল ট্রেন্ড হয়ে উঠেছে।
-
টেইলরের প্রিয় সংখ্যা ১৩। এটি তার জীবনে সৌভাগ্য নিয়ে আসে বলে তিনি বিশ্বাস করেন। কনসার্টে, গানে ও সোশ্যাল মিডিয়ায় এই সংখ্যা বারবার দেখা যায়।
-
টেইলর নিজেকে প্রমাণ করেছেন একজন অসাধারণ সঙরাইটার হিসেবে। তিনি প্রায় সব গান নিজেই লেখেন এবং অনেক ক্ষেত্রে তা তার ব্যক্তিগত অভিজ্ঞতার প্রতিফলন।
-
‘এরাস ট্যুর’ তাকে সংগীত ইতিহাসে সর্বাধিক আয় করা লাইভ ট্যুরের মালিক করেছে। আনুমানিক আয় ২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।
-
অ্যালবাম মুক্তির আগে টেইলর ঘনিষ্ঠ ভক্তদের জন্য বিশেষ সেশন আয়োজন করেন, যাকে বলা হয় সিক্রেট সেশন।
-
দীর্ঘদিন রাজনীতি থেকে দূরে থাকলেও ২০১৮ সাল থেকে টেইলর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে রাজনৈতিক মতামত দেওয়া শুরু করেন।
-
টেইলর শিশু শিক্ষা, নারী অধিকার ও দুর্যোগ ত্রাণে কোটি কোটি ডলার দান করেছেন।
-
টেইলরের অলিভিয়া বেনসন, মেরেডিথ গ্রে ও বেঞ্জামিন বাটন নামের তিনটি বিখ্যাত বিড়াল আছে। তারা সোশ্যাল মিডিয়ায় প্রায় সেলিব্রিটি।
-
সেলেনা গোমেজ, গিগি হাদিদ, ব্লেক লাইভলি-সবাই তার ঘনিষ্ঠ বন্ধু। তারা মিলে প্রায়ই আলোচনায় থাকেন।
-
কিছু বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউট টেইলর সুইফটের জীবন ও গান নিয়ে কোর্স চালু করেছে। তাকে ঘিরে একাডেমিক পড়াশোনা এখন বাস্তবতা।