গোলাপ হাতে ইতালির রাস্তায় কিম কার্ডাশিয়ান
টিভি তারকা, ব্যবসায়ী ও ফ্যাশন দুনিয়ার প্রভাবশালী এই মার্কিন ডিভা বরাবরই চমকপ্রদ ফ্যাশনের জন্য আলোচনায় থাকেন। তবে এবার যেন একটু ব্যতিক্রম। অদ্ভুত পোশাকের বদলে তিনি হাজির হয়েছেন বেশ সাদামাটা অথচ মার্জিত এক লুকে। ছবি: কিম কার্ডাশিয়ানের ইনস্টাগ্রাম থেকে
-
৪৪ বছর বয়সী এই ফ্যাশন আইকন বেছে নিয়েছেন সাদা টু-পিস আউটফিট।
-
ডিপ নেকলাইন স্লিভলেস ক্রপ টপের সঙ্গে মানানসই রুশড ডিটেলের স্কার্টে তার আবেদন আরও উজ্জ্বল হয়ে উঠেছে।
-
লুকে বাড়তি মাত্রা যোগ করেছে গলায় ঝুলে থাকা একটি স্টেটমেন্ট নেকপিস।
-
ন্যুড মেকআপে স্বাভাবিক সৌন্দর্য ফুটে উঠেছে কিমের মুখে।
-
কোমর ছোঁয়া মাঝসিঁথি করা চুলগুলো নরম কার্লে ছেড়ে রাখা, যেন এক সহজ অথচ মোহনীয় আবেদন ছড়াচ্ছে। এই সাজে কৃতিত্ব দিয়েছেন তার দীর্ঘদিনের বিশ্বস্ত স্টাইলিস্ট দানিয়েল লেভি।
-
লাল গোলাপের তোড়া হাতে যখন তিনি ইতালির পথে হাঁটছিলেন, তখন মনে হচ্ছিল অল হোয়াইট লুকে কিম কার্ডাশিয়ান যেন নিজেই আলো ছড়াচ্ছেন চারপাশে।