মিস ইউনিভার্স ২০২৫: ছবির গল্পে দক্ষিণ এশিয়ার ৬ স্বপ্নবালার যাত্রা
বছরের প্রতীক্ষিত আসর মিস ইউনিভার্স ২০২৫। ঝলমলে এই সৌন্দর্য উৎসব এবার বসেছে থাইল্যান্ডে। দক্ষিণ এশিয়া থেকে অংশ নিয়েছেন ছয় তরুণী, ছয়টি স্বপ্ন, ছয় ধরনের গল্প। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও মিয়ানমার-ছয় দেশের প্রতিনিধি দাঁড়িয়েছেন একই আলোয়, কিন্তু প্রত্যেকের আলোকরেখা আলাদা। কে জানে, তাদের মধ্যেই হয়তো লুকিয়ে আছে এ বছরের ব্রহ্মাণ্ডসুন্দরী। চলুন ছবির ভাষায় জেনে নেওয়া যাক প্রত্যেকের অনন্য উপস্থিতি। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
ভারত: গত বছরও মঞ্চ মাতানো মনিকা বিশ্বকর্মা আবার ফিরে এসেছেন নতুন গল্প নিয়ে। প্রশিক্ষিত নৃত্যশিল্পী ও আর্টস গ্র্যাজুয়েট হওয়ায় তার ব্যক্তিত্বে রয়েছে শিল্পের ছোঁয়া।
-
পাকিস্তান: পাঞ্জাবি খ্রিস্টান পরিবারে জন্ম নেওয়া রোমা রিয়াজ বড় হয়েছেন বিলাতের মুক্ত পরিবেশে। আত্মবিশ্বাস আর শান্ত সৌন্দর্য মিলে যেন একটি ভারসাম্য তৈরি হয় তার ভঙ্গিতে।
-
বাংলাদেশ: বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা বহুদিন ধরেই আন্তর্জাতিক প্যাজেন্ট মঞ্চে পরিচিত নাম। এবারও তিনি ছড়িয়ে দিচ্ছেন নিজের স্বতন্ত্র উপস্থিতি। মিথিলার আত্মবিশ্বাসী দৃষ্টি, স্থির ভঙ্গি আর প্রভাবশালী স্টাইল তাকে সহজেই দক্ষিণ এশিয়ার আলোচিত মুখে পরিণত করেছে।
-
মিয়ানমার: মান্দালয়ের মেয়ে মিয়াত ইয়াদানার সো এর মধ্যে আছে শান্ত ও নরম এক দীপ্তি।
-
নেপাল: নেপালের পাহাড়ি সৌন্দর্য যেন নিজের ভেতরেই বয়ে আনেন সানিয়া অধিকারী।
-
শ্রীলঙ্কা: লিহাসা লিন্ডসে হোয়াইট কেবল সুন্দরীই নয়, তিনি এক সফল ব্যবসায়ী হিসেবেও পরিচিত। তাই তার উপস্থিতিতে থাকে নেতৃত্বের দৃঢ়তা।