ভারতীয় সাজে লাস্যময়ী জেনিফার
হলিউডের স্টাইল আইকন জেনিফার লোপেজ যেন একেবারে নতুন আলোয় ধরা দিলেন উদয়পুরের রাজকীয় বিয়েতে। ভারতীয় ঐতিহ্যের গভীর সৌন্দর্য আর তার স্বভাবজাত গ্ল্যামারের মেলবন্ধনে তৈরি হলো এমন এক উপস্থিতি, যা চোখ সরানো কঠিন। রোজ-গোল্ড ঝলমলে শাড়ির কাটওয়ার্ক, এসিমেট্রিক ড্রেপের আধুনিকতা আর এমেরাল্ড গয়নার রাজকীয় ছোঁয়া সব মিলিয়ে জেনিফার যেন হয়ে উঠলেন দেশি লুকের এক লাস্যময় প্রতিমা। হলিউডের দীপ্তি আর ভারতীয় কারুকাজ যখন একই ফ্রেমে আসে, তখন ফ্যাশনও যেন নতুন করে সংজ্ঞা খুঁজে পায়। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
-
মনীশ মালহোত্রার তৈরি রোজ-গোল্ড কাটওয়ার্ক শাড়িতে তিনি হাজির হলেন এমন এক ফিউশন লুকে, যেখানে ভারতীয় ঐতিহ্য আর পাশ্চাত্য গ্ল্যামারের নিখুঁত মিশেল। যেন বলিউডের মাধুর্য আর হলিউডের সাহসিকতায় জন্ম নিল নতুন এক ফ্যাশন-ভাষা।
-
শাড়ির রোজ-গোল্ড আভা ছিল এমন, যেন আলোকে ছুঁয়ে নিজেই আলো হয়ে উঠেছে। সিকুইন গ্রিডের ঝলক আর ক্রিস্টাল ফ্লোরালের সূক্ষ্ম নকশা পোশাকটিকে দিয়েছে সমকালীন ভাস্কর্যময় আবেদন-যেখানে কারুশিল্পের ঐতিহ্য দাঁড়িয়ে আছে নতুন প্রজন্মের গ্ল্যামারের পাশে।
-
এসিমেট্রিক ড্রেপিং শাড়িটিকে অর্ধেক দোপাট্টা, অর্ধেক গাউনের মতো রূপ এনে দিয়েছে; আর স্কাল্পটেড স্ট্র্যাপলেস বডিসে ফুটে উঠেছে জেনিফারের সিগনেচার সিলুয়েট।
-
তার লুককে পূর্ণতা দিয়েছে মনীশ মালহোত্রার এমেরাল্ড জুয়েলারি। কলারবোনে বসা সাহসী স্টেটমেন্ট নেকলেস, লম্বাটে ড্রপ ইয়াররিংস আর ব্রেসলেটের ঝকঝকে স্তর। রোজ-গোল্ডের উষ্ণতার সঙ্গে এমেরাল্ডের ঠান্ডা সবুজ রঙ মিলে তৈরি করেছে এমন এক এলিগ্যান্স, যা অনায়াসেই আন্তর্জাতিক ফ্যাশন ম্যাগাজিনের কভার দাবি করতে পারে।