ভারতীয় সাজে লাস্যময়ী জেনিফার

প্রকাশিত: ১০:২১ এএম, ২৫ নভেম্বর ২০২৫ আপডেট: ১০:২১ এএম, ২৫ নভেম্বর ২০২৫

হলিউডের স্টাইল আইকন জেনিফার লোপেজ যেন একেবারে নতুন আলোয় ধরা দিলেন উদয়পুরের রাজকীয় বিয়েতে। ভারতীয় ঐতিহ্যের গভীর সৌন্দর্য আর তার স্বভাবজাত গ্ল্যামারের মেলবন্ধনে তৈরি হলো এমন এক উপস্থিতি, যা চোখ সরানো কঠিন। রোজ-গোল্ড ঝলমলে শাড়ির কাটওয়ার্ক, এসিমেট্রিক ড্রেপের আধুনিকতা আর এমেরাল্ড গয়নার রাজকীয় ছোঁয়া সব মিলিয়ে জেনিফার যেন হয়ে উঠলেন দেশি লুকের এক লাস্যময় প্রতিমা। হলিউডের দীপ্তি আর ভারতীয় কারুকাজ যখন একই ফ্রেমে আসে, তখন ফ্যাশনও যেন নতুন করে সংজ্ঞা খুঁজে পায়। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া