কণ্ঠহার পেরিয়ে বক্ষ ভাঁজে মোদি! কানে রুচির ‘ফ্যাশন স্টেটমেন্ট’ ঘিরে তোলপাড়
কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় নজর কাড়তে কে না চান! একেকজন তারকা বেছে নেন ভিন্ন ভিন্ন স্টাইল স্টেটমেন্ট। কিন্তু ২০২৫-এর কানে সবাইকে ছাড়িয়ে গেছেন ভারতের মডেল ও অভিনেত্রী রুচি গুজ্জার। গলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি লাগানো নেকলেস পরে হাজির হয়ে সবার নজর কেড়েছেন সাবেক মিস হরিয়ানা। ছবি: রুচি গুজ্জারের ইনস্টাগ্রাম
-
রাজস্থানি ঘরানার ঐতিহ্যবাহী পোশাক, ব্রাইডাল লুক সবই ছিল তার সাজে। কিন্তু সব আলোচনার কেন্দ্রে মোদির ছবি সংবলিত নেকলেস। কানে রুচির আত্মপ্রকাশকে ঘিরে তাই চলছে তুমুল আলোচনা, সমালোচনা ও বিতর্ক।
-
সাহসী এই ফ্যাশন স্টেটমেন্টকে কেউ বলছেন ‘চমকপ্রদ’ আবার কারও কাছে এটি একেবারেই ‘রাজনৈতিক প্রদর্শনী’।
-
ঝলমলে ব্রাইডাল সোনালি লেহেঙ্গা, ম্যাজেন্টা বর্ডার দেওয়া জমকালো ওড়নায় দারুণ মানিয়েছে তাকে।
-
মাথার বিশেষ ব্রাইডাল টিকলি আর হাতের বৈশিষ্ট্যপূর্ণ চুড়ির সারির সঙ্গে দেখা যাচ্ছে লাল আলতার সাজ।
-
তবে ডিপনেক চোলির সঙ্গে গলায় থাকা মোদির ছবি সংবলিত নেকলেস নিয়ে হচ্ছে আলোচনা-সমালোচনা।