মেসির জীবনের রানি হলেন ভোগের কভারগার্ল
বিশ্বখ্যাত লাইফস্টাইল ম্যাগাজিন ‘ভোগ’ মেক্সিকো ও লাতিন আমেরিকার জুন সংখ্যার প্রচ্ছদে জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনার ফুটবল মহাতারকা লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। চলুন এক নজরে দেখে নিই ভোগ ম্যাগাজিনের জন্য তোলা আন্তোনেলার নজরকাড়া লুকগুলো। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
ফ্রেঞ্চ বিলাসবহুল ব্র্যান্ড শ্যানেলের পোশাকে হাস্যাজ্জ্বল আন্তোনেলা। আকাশি নীল রঙের টপ ও মিনিস্কার্টে তাকে দেখাচ্ছিল অসাধারণ। সঙ্গে মিলিয়ে পরেছেন মার্কিন জুয়েলারি ব্র্যান্ড টিফানি অ্যান্ড কোংয়ের দুল, নেকলেস, ব্রেসলেট আর আংটি-যা তার লুকে যোগ করেছে আভিজাত্যের ছোঁয়া।
-
স্ক্যাপারেল্লির ডিজাইন করা সাদা-কালো বডিকন গাউনে দারুণ লাগছে তাকে। চোখে পড়ার মতো ছিল তার পরা স্টেটমেন্ট নেকপিসটি, যেটি টিফানি অ্যান্ড কোংয়ের কালেকশন থেকে নেয়া।
-
ক্যারোলিনা হেরেরার ডিজাইন করা লাল-সাদা সোয়েটার ও সাদা-কালো ফ্লোরাল প্যান্টের ক্যাজুয়াল লুকেও বেশ স্টাইলিশ লাগছে মেসির প্রিয়তমাকে। সঙ্গে মিলিয়ে পরেছেন একই ব্র্যান্ডের চাংকি নেকলেস ও আংটি।
-
বিডেড ও স্ট্রাকচার্ড প্যাটার্নের মনোমুগ্ধকর একটি পোশাকে ফ্রেমবন্দি হয়েছেন আন্তোনেলা। মিনিমাল জুয়েলারির সঙ্গে নজর কাড়ে তার হাতে করা ট্যাটু যেখানে লেখা রয়েছে বড় ছেলে থিয়াগোর নাম।
-
মাইকেল কর্স কালেকশনের এক ফ্লোরাল পোশাকে ক্যামেরাবন্দি হন আন্তোনেলা। খোলা পনিটেল হেয়ারস্টাইল ও ন্যাচারাল লুক তাকে দিয়েছে এক অনন্য মাধুর্য।