আত্মবিশ্বাসে ভরা জেনিফারের স্টাইল স্টেটমেন্ট
পোশাক কেবল শরীর ঢাকে না, কখনও কখনও তা হয়ে ওঠে ব্যক্তিত্বের প্রতিচ্ছবি। আর এই কথার যেন হুবহু বাস্তব উদাহরণ জেনিফার উইঙ্গেট। টেলিভিশনের আলোঝলমলে জগতে তার আত্মপ্রকাশ যতটা সাবলীল, স্টাইলের মঞ্চেও ঠিক ততটাই নিখুঁত ও বোল্ড। ছবি: ইনস্টাগ্রাম থেকে
-
শিশুশিল্পী হিসেবে যাত্রা শুরু করে আজ তিনি এক পরিণত অভিনেত্রী, যার প্রতিটি লুক যেন বলে দেয়, ‘আমি জানি আমি কে।’
-
শিশুশিল্পী হিসেবে টেলিভিশনের দুনিয়ায় পা রাখা এই অভিনেত্রী আজ হয়ে উঠেছেন হিন্দি ধারাবাহিক জগতের এক উজ্জ্বল মুখ।
-
‘দিল মিল গয়ে’ ধারাবাহিকে করণ সিং গ্রোভারের সঙ্গে তার রসায়ন দর্শকের মনে গেঁথে ছিল গভীরভাবে। সেই বন্ধন বাস্তবেও গড়ায় সম্পর্কে, শেষমেশ বিয়েতে। যদিও সে সম্পর্ক খুব বেশি দূর গড়ায়নি।
-
বর্তমানে নিজের মতো করে একা থাকলেও, কাজের প্রতি ভালোবাসা ও স্টাইলের প্রতি একান্ত সচেতনতা তাকে রাখে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
-
ফ্যাশনের সংজ্ঞাকে নিজের মতো করে গড়ে নিয়েছেন তিনি। কখনও ঝলমলে গাউনে, কখনও ক্যাজুয়াল ডেনিমে জেনিফার নিজেকে প্রকাশ করেছেন আত্মবিশ্বাসের একেকটি মাত্রায়।
-
পর্দার জাদুকরি রূপ থেকে শুরু করে বাস্তব জীবনের সাহসী স্টাইল স্টেটমেন্ট জেনিফার উইঙ্গেট হয়ে উঠেছেন এমন একজন যাকে দেখে শুধু ফ্যাশন নয়, অনুপ্রেরণাও খোঁজে অনেকেই।
-
ক্যামেরার সামনে তার উপস্থিতি যেমন চমকপ্রদ, তেমনি পর্দার বাইরেও নজর কাড়েন স্টাইল স্টেটমেন্টে।
-
ধারাবাহিক হোক বা ওয়েব সিরিজ প্রতিটি প্ল্যাটফর্মে তার অভিনয় দর্শক মনে রেখাপাত করেছে। পাশাপাশি তার ফ্যাশন চয়েস বরাবরই সাহসী ও আত্মবিশ্বাসে ভরপুর।
-
কখনও ট্রেন্ডি, কখনও এক্সপেরিমেন্টাল, কখনও বা ক্লাসিক সবধরনের লুকে নিজস্বতা রাখেন তিনি।
-
ফ্লোর ছুঁয়ে যাওয়া এক গোলাপি গাউনে মোহময় এক উপস্থিতি, প্রজাপতির নকশায় সাজানো স্ট্র্যাপলেস আর সাইড-স্লিট ডিজাইন যেন জেনিফারের ব্যক্তিত্বে দিয়েছে বাড়তি উড়ান। সঙ্গে মানানসই স্ট্র্যাপি হিল, যা সম্পূর্ণ লুকটিকে করে তোলে আরও পরিপূর্ণ ও নজরকাড়া।
-
বেজ রঙার এক স্ট্রাকচারড জাম্পস্যুটে নজর কাড়া নায়িকা। স্ট্র্যাপলেস নেকলাইনের সামনে ফুলেল ডিজাইনের নরম এক্সটেনশন যেন পুরো পোশাকটিকে দেয় এক রোমান্টিক ছোঁয়া। চুল ছেড়ে রেখেছেন হালকা কার্ল করে, যা তার লুককে আরও কোমল ও স্বতঃস্ফূর্ত করে তুলেছে।
-
সিকুইনের ঝলমলে লাল ক্রপ টপ আর মিনি স্কার্টি হাস্যজ্জ্বোল জেনিফার।