যীশুকন্যা থেকে গ্ল্যামার গার্ল, এল-এর প্রচ্ছদে নতুন মুখ
পর্দার আড়ালে যিনি এতদিন ছিলেন ‘যীশুর মেয়ে’, তিনিই এখন ধরা দিলেন নতুন এক আলোয়। এল ম্যাগাজিনের ভারতীয় সংস্করণের প্রচ্ছদে জায়গা করে নিয়ে নিজেকে যেন এক ধাক্কায় এগিয়ে দিলেন ফ্যাশনের শীর্ষ সারিতে। এবার তার পরিচয়টা শুধু স্টার কিডের গণ্ডিতে আটকে নেই। র্যাম্প থেকে শুরু করে কভার ফটোশুট প্রতিটি লুকে নিজস্ব স্টাইল স্টেটমেন্ট গড়ে তোলার সাহস দেখিয়েছেন সারা। বলিউড বা টলিউডে প্রবেশের অপেক্ষা না করে তিনি এগিয়ে গেছেন আন্তর্জাতিক ফ্যাশনের মঞ্চে। তার এই রূপান্তর কেবল এক স্টাইল ট্রান্সফরমেশন নয়, বরং নিজেকে গড়ে তোলার এক অনন্য উদাহরণও বটে। ছবি: এল–এর ইনস্টাগ্রাম থেকে
-
ভারতের এল ম্যাগাজিনের সাম্প্রতিক সংখ্যার প্রচ্ছদে সবার নজর কেড়েছেন সারা সেনগুপ্ত। অভিনেতা যীশু সেনগুপ্তর কন্যা হয়েও তিনি এখন শুধু স্টার কিডের খাঁচায় আটকে নেই, বরং ধীরে ধীরে গড়ে তুলছেন নিজের আলাদা পরিচিতি। তার সাম্প্রতিক ফটোশুটের ঝলকেই ধরা পড়েছে সেই আত্মবিশ্বাস ও স্টাইল স্টেটমেন্ট।
-
সিনেমায় সারার প্রথম পা পড়ে ২০১৮ সালে, নামজাদা পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায়। তখন ছিলেন এক কিশোরী, পর্দায় পা রাখা যেন ছিল সময়ের অপেক্ষা মাত্র। যীশুর মেয়ে বলে নয়, বরং নিজের দক্ষতা দিয়েই ধীরে ধীরে জায়গা করে নিচ্ছেন সারা। এখন ১৯ বছরের তরুণী তিনি, চোখে স্বপ্ন আর স্টাইলে আত্মবিশ্বাস। অভিনয়ের জগতে থিতু না হয়ে তিনি পা বাড়িয়েছেন ফ্যাশন অঙ্গনের দিকে।
-
মাত্র ১৮ বছর বয়সে ফ্যাশনের দুনিয়ায় ডিওরের র্যাম্পে হেঁটে আলোচনায় আসেন তিনি। বিশ্বজুড়ে আলোচিত ১০০ উদীয়মান মডেলের তালিকায় জায়গা করে নিয়েছেন। স্টাইল আর সৌন্দর্যের মিশেলে তৈরি সারার উপস্থিতি এখন গ্ল্যামার ওয়ার্ল্ডের নতুন এক মুখ।
-
এবার এল ম্যাগাজিনের ভারতীয় সংস্করণের কভারে উঠে আসা তার জন্য আরেক নতুন মাইলফলক। প্রচ্ছদের ছবিগুলো প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসার বন্যা বয়ে গেছে। ভক্তদের কাছে তিনি যেন হয়ে উঠেছেন নতুন প্রজন্মের ফ্যাশন আইকন।
-
প্রথম লুকে সারা নিজেকে উপস্থাপন করেছেন একদম ক্যাজুয়াল অথচ আধুনিক মোড়কে। গোলাপি রঙের ক্রপ টি-শার্টের সঙ্গে পরেছেন ডেনিম মিডি স্কার্ট। সোনালি সেফটিপিনে আলাদা এক স্টাইল যুক্ত হয়েছে পোশাকে। তার এই পুরো আউটফিট যেমন টি-শার্ট, স্কার্ট, জুয়েলারি সবই ইতালির বিলাসবহুল ফ্যাশন হাউস ভারসাচির। সাজে ছিল মিনিমাল ব্রাউন টোনের মেকআপ, যা সারার চেহারার সঙ্গে বেশ দারুণভাবে মানিয়ে গেছে।
-
দ্বিতীয় লুকে সারা হাজির হয়েছেন আরও সাহসী ও স্টাইলিশ অবতারে। ব্যাগি জিনসের সঙ্গে জোড়া লেগেছে টুইস্টেড সিল্কি ক্রপ শার্ট, যাতে ছিল গোলাপি রঙের সমুদ্র-প্রেরিত মোটিফ। এটিও ভারসাচির স্টেটমেন্ট কালেকশনের অংশ। চুলের স্টাইলেও ছিল যত্নের ছাপ; মাঝখান থেকে সিঁথি করে, কিছু চুল পেছনে বেঁধে বাকিগুলো খোলা রাখা হয়েছে। সঙ্গে ছোট্ট এক ফুলের ক্লিপ, যা এই লুককে দিয়েছে এক কোমল ছোঁয়া।
-
জুয়েলারিতেও ছিল আলাদা স্টাইল। এক কানে ভারসাচি লেখা সোনালি ইয়ার কাফ, হাতে আঙুলে মানানসই আংটি, গলায় লেয়ার্ড নেকলেস আর চোকার, সব মিলিয়ে রোমান্টিক এবং ফ্যান্টাসি ঘরানার এক মোহময় উপস্থিতি।