যীশুকন্যা থেকে গ্ল্যামার গার্ল, এল-এর প্রচ্ছদে নতুন মুখ

প্রকাশিত: ১২:৪০ পিএম, ২৮ জুলাই ২০২৫ আপডেট: ১২:৪০ পিএম, ২৮ জুলাই ২০২৫

পর্দার আড়ালে যিনি এতদিন ছিলেন ‘যীশুর মেয়ে’, তিনিই এখন ধরা দিলেন নতুন এক আলোয়। এল ম্যাগাজিনের ভারতীয় সংস্করণের প্রচ্ছদে জায়গা করে নিয়ে নিজেকে যেন এক ধাক্কায় এগিয়ে দিলেন ফ্যাশনের শীর্ষ সারিতে। এবার তার পরিচয়টা শুধু স্টার কিডের গণ্ডিতে আটকে নেই। র‍্যাম্প থেকে শুরু করে কভার ফটোশুট প্রতিটি লুকে নিজস্ব স্টাইল স্টেটমেন্ট গড়ে তোলার সাহস দেখিয়েছেন সারা। বলিউড বা টলিউডে প্রবেশের অপেক্ষা না করে তিনি এগিয়ে গেছেন আন্তর্জাতিক ফ্যাশনের মঞ্চে। তার এই রূপান্তর কেবল এক স্টাইল ট্রান্সফরমেশন নয়, বরং নিজেকে গড়ে তোলার এক অনন্য উদাহরণও বটে। ছবি: এল–এর ইনস্টাগ্রাম থেকে